জয়নগর: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জয়নগরে (Jaynagar) পুরসভার টাউন হলের সামনে আজ সকালে এক সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা বাগানে দেহ পড়ে থাকতে দেখেন। জয়নগর থানার (Jaynagar Police Station) পুলিশ দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু হল, বা কীভাবে শিশুকন্যার দেহ ওখানে এল, তা তদন্ত করে দেখছে পুলিশ। 


শান্তিনিকেতনে শিশু অপহরণ: কিছুদিন আগে শান্তিনিকেতনেও শিশু খুনের ঘটনা ঘটে। শিশুকে অপহরণ করে খুন করা হয়। নৃশংস এই ঘটনায় বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। নিহত শিশুর বাড়িতে ঢুকতে লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয়। পাশাপাশি গো ব্যাক স্লোগানও তোলেন গ্রামবাসীরা। শান্তিনিকেতন থানার সামনে লকেটের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। 


শান্তিনিকেতনে ৫ বছরের শিশুকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় শিউড়ে উঠেছে গোটা রাজ্য! অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। এই পরিস্থিতিতে বুধবার ঘটনাস্থলে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতমাসে ঘটনার দিন দুপুরে শান্তিনিকেতন থানায় যান তিনি। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ। 


থানা থেকে বেরিয়ে, মোলডাঙা গ্রামে, মৃত শিশুর বাড়িতে যাওয়ার চেষ্টা করেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু, গ্রামে ঢোকার মুখেই তাঁকে বাধা দেওয়া হয়।। ওঠে গো ব্যাক স্লোগান বিজেপি কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে লকেট চট্টোপাধ্যায়কে গ্রামে ঢুকতে বাধা দেয়। 


নিহত শিশুর মা-বাবার সঙ্গে দেখা করতে না পেরে বিস্ফোরক অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। শিশু খুনের তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও চাঞ্চল্যকর দাবি করেন বিজেপি সাংসদ। শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভে বসেন লকেট চট্টোপাধ্যায়।


শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মিছিল করেন গ্রামবাসীরা। আদালতের গেটের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। শিশু খুনে অভিযুক্ত মা-মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 


শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন: কিছুদিন আগে আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, খিদেয় জ্বালায় কাঁদছিল দুই শিশু! তাই জন্য পাঁচ বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের মতো মারাত্মক অভিযোগ ওঠে শিশুরই পিসেমশাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত আরও এক শিশু ভর্তি NRS হাসপাতালে।