কলকাতা: কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ। খোঁজ নেই ব্যাঙ্কক থেকে আসা করোনা আক্রান্তের। ব্যাঙ্কক থেকে কলকাতা হয়ে দ্বারভাঙা যাওয়ার কথা ছিল ওই ব্যক্তির। করোনা আক্রান্ত ওই ব্য়ক্তি সম্পর্কে খবর নেই স্বাস্থ্য দফতরের কাছে। সূত্রের খবর, বিহার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
অন্যদিকে কলকাতায় কোভিড পজিটিভ ব্রিটিশ পর্যটক মহিলা। দমদম বিমানবন্দর থেকে ভর্তি বেলেঘাটা আইডি-তে। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ওই ব্রিটিশ পর্যটক। আইসোলেশনে রাখা হয়েছে, জানানো হয়েছে ব্রিটেনের দূতাবাসকে, জানালেন স্বাস্থ্যসচিব। বিদেশ থেকে ফেরা আরও এক যাত্রীও করোনা আক্রান্ত। শনিবার মধ্যরাতে এয়ার এশিয়ার বিমানে ব্যাঙ্কক কলকাতায় আসেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি বিহারের দ্বারভাঙায়।
কলকাতা বিমানবন্দরেই পরীক্ষায় করোনা ধরা পড়ে ওই ব্যক্তির। এর আগে ইংল্যান্ড ও মায়ানমার থেকে আসা ৪ বিদেশি পর্যটকের কোভিড পজিটিভ। এঁরা সবাই বুদ্ধগয়ায় ঘুরতে আসছিলেন। যদিও স্বস্তি দিয়ে আজ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় ১০ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।
ক্রমে বাড়ছে উদ্বেগ। কলকাতাতেও বিদেশ থেকে আসা ২ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ। একজন দ্বারভাঙার বাসিন্দা। আরেকজন অস্ট্রেলিয়ার। তাঁর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। এদিকে, আগরায় তাজমহল ভ্রমণে আসা, চিন ফেরত এক ব্যক্তির সংক্রমণ ধরা পড়েছে। বুদ্ধগয়াতেও ৪ বিদেশি নাগরিক করোনা আক্রান্ত।
গুজরাত ও ওড়িশা ভারতের দুই রাজ্যে ইতিমধ্যেই হানা দিয়েছে, ওমিক্রনের নতুন সাব ভ্য়ারিয়েন্ট BF.7। এই পরিস্থিতিতেই এবার উদ্বেগ এ রাজ্য়েও। কলকাতায় বিদেশ ফেরত ২ বিমানযাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে একজন ভারতীয়। আরেকজন অস্ট্রেলিয়ার বাসিন্দা। তাঁর ব্রিটেনের নাগরিকত্বও রয়েছে।
শনিবার রাত ১২.১৫। ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়, এয়ার এশিয়ার ফ্লাইট AK 63। সেই ফ্লাইটেই ছিলেন, বিহারের দ্বারভাঙার বাসিন্দা এক ব্য়ক্তি।
বিমানবন্দরে random কোভিড টেস্টে তাঁর করোনা ধরা পড়ে। এর রেশ কাটতে না কাটতেই, রবিবার, রাতে আবার। রাত সোয়া ১২ টা নাগাদ কুয়ালালামপুর থেকে কলকাতায় এসে পৌঁছয় একটি এয়ার এশিয়ার ফ্লাইট। সেই ফ্লাইটে থাকা, এক ব্রিটিশ মহিলারও random টেস্টে কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
সোমবার সকালেই তাঁকে ভর্তি করা হয়, বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। RTPCR টেস্টের জন্য় পাঠানো হয় নমুনা। ব্রিটিশ নাগরিকের করোনা রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এদিকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে,করোনা আক্রান্ত দ্বারভাঙার বাসিন্দার সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে।
শুরু হয়েছে তাঁর খোঁজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুই করোনা আক্রান্ত কাদের সংস্পর্শে এসেছিলেন, বিদেশ ফেরত ২ জনের বিমানে সহযাত্রী কারা ছিলেন, তার তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই ব্রিটিশ মহিলার সংস্পর্শে থাকা ৩৩ জনকে চিহ্নিত করা হয়েছে।
এ দিকে, শুধু কলকাতাই নয়, আগরায়, তাজমহল দেখতে আসা এক বিদেশি পর্যটকের শরীরেও ধরা পড়েছে করোনা। আগরা প্রশাসনের তরফে জানানো হয়েছে,চিন ফেরত ওই পর্যটক ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারতে আসেন। পরদিন আগরায় পৌঁছন। বড়দিনে যান তাজমহল দেখতে। ইতিমধ্যেই, তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য় লখনউয়ে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আগরা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা জোরদার করা হয়েছে। সমস্ত পর্যটনস্থনগুলিতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে বিদেশিদের ওপর। বিহারের বুদ্ধগয়াতেও ৪ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এদের মধ্যে ৩ জন ব্রিটিশ পর্যটক ও একজন মায়ানমারের বাসিন্দা। সূত্রের খবর, সর্দি-কাশি থাকায়, তাঁদের RTPCR টেস্ট করা হয়। আপাতত বুদ্ধ গয়ার হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ৪ জনকে।