কলকাতা: পুজোর মুখে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতায় এক লাফে ২০৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারপিছু দাম হল ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সা।
পুজোয় অপেক্ষা করে রয়েছে বিশাল খরচ। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ে তো কথাই নেই। অক্টোবর থেকে বাড়ছে রান্নার গ্যাসের দাম। রবিবার সকাল থেকেই নতুন দাম কার্যকর হবে। রান্নার গ্যাসের দাম বাড়লেও তা অবশ্য বাড়ছে ১৯ কেজির সিলিন্ডারের। এর প্রভাব পুজোর সময়ে বিক্রি হওয়া খাবারদাবারে পড়বে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, ১৪.২ কোজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিই রয়েছে। কলকাতায় দাম ৯২৯.০০ টাকা।
কিছুদিন আগেই রান্নার গ্যাসের দামে বড়সড় ভর্তুকির ঘোষণা করেছিল কেন্দ্র। উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি বেড়ে হয়েছিল ৪০০ টাকা। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগে মানুষের মন জয় করতে কি সেই রাস্তাই নিয়েছিলেন নরেন্দ্র মোদি? প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমেছিল রান্নার গ্যাসের দাম।
আরও পড়ুন, গান্ধীজয়ন্তীতে তৃণমূল ও বিজেপির আন্দোলন-টক্করে মুখর হতে চলেছে বাংলা থেকে দিল্লি
কলকাতায় সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ১ হাজার ১২৯ টাকা। দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা।
২০২২ সালের ৬ মে পর্যন্ত গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা। ওই বছর ৭ মে ৫০ টাকা বেড়ে প্রথম হাজার টাকা (১০২৬) ছাড়ায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। তারপর থেকে প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নেমেছিল এক হাজার টাকার নীচে। ২০১৬ সালে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষের জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করে কেন্দ্র। এতদিন বছরে ১২টি সিলিন্ডারে ওই প্রকল্পে দেওয়া হত ২০০ টাকা ভর্তুকি। ওই ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা।