সন্দীপ সরকার, কলকাতা: SSKM হাসপাতালে (SSKM Hospital) অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন সেন্টার ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।  জলের তলায় ট্রেড মিল ও সাইক্লিং সেট আপ থেকে হট এন্ড কোল্ড আন্ডার ওয়াটার ট্রেনিং, কী নেই এখানে। একজন খেলোয়ারের শারীরিক এবং মানসিক বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। 


ডিসেম্বরেই SSKM হাসপাতালে (SSKM Hospital) সরকারি পরিকাঠামোয় দেশের প্রথম অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন সেন্টার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বুধবার অত্যাধুনিক এই স্পোর্টস মেডিসিন সেন্টার ঘুরে দেখলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।


কী রয়েছে চারতলা এই স্পোর্টস মেডিসিন সেন্টারে? রিহ্য়াব পুল, যেখানে রয়েছে হাইড্রো থেরাপির ব্য়বস্থা। জলের তলায় ট্রেড মিল ও সাইক্লিং সেট আপ। রয়েছে, হট এন্ড কোল্ড আন্ডার ওয়াটার ট্রেনিং। রয়েছে জাকুজি, স্টিম বাথ, সান বাথের মতো উপকরনগুলিও।


এ ছাড়া, এক্সারসাইজের সময়, অ্যাথলিটের হার্ট রেট মনিটর হবে এখানে। ECG, EMG ও বিভিন্ন রকম blood test-এরও ব্য়বস্থা রয়েছে। ফিজিওলজি থেকে, ফিজিক্যাল মেডিসিন,কার্ডিওলজি, জেনারেল মেডিসিন থেকে সাইকিয়াট্রি বিভাগ। 


হাইড্রো থেরাপির ইন্ডোর সুইমিং পুল: একজন খেলোয়ারের শারীরিক এবং মানসিক বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। আর সে কাজে তাঁদের হাতিয়ার হাইড্রো থেরাপির ইন্ডোর সুইমিং পুল। এখানে রয়েছে, অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল। যা বুঝিয়ে দেবে হাঁটু ও বুড়ো আঙুলের আঘাত কতটা গুরুতর। 


স্পোর্টসম্য়ানদের নার্ভের আঘাত ও তার শুশ্রুষার জন্য় রয়েছে emg biofeed back। ব্যথার উপশমের জন্য থাকছে ইলেকট্রোথেরাপি। ইতিমধ্যেই স্পোর্টস মেডিসিন সেন্টারে আসতে শুরু করেছেন বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীনে থাকা খেলোয়াররা।


এর আগে ক্যানসার নির্ণয় এবং তামাকের নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধন হয়েছে এসএসকেএম (SSKM)-এর কলকাতা পুলিশ হাসপাতালে। তবে শুধু ক্যানসার নির্ণয়ই হয়, সব ধরনের ক্যানসারের চিকিৎসা করা হবে এখানে। আগেই অবশ্য এসএসকেএম-এর অন্তভুর্ক্ত রয়েছে কলকাতা পুলিশ হাসপাতাল।


কোথায় চিকিৎসা: বুধবার সেখানেই, ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন করা হল। এই কাজে SSKM-এর সঙ্গে যৌথ উদ্যোক্তা মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালও। ক্যানসার চিকিৎসার জগতে মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতাল অত্যন্ত পরিচিত একটি নাম। এই রাজ্য থেকে প্রচুর রোগী ও তাঁর পরিবার চিকিৎসার জন্য এই হাসপাতালে যান। রাজ্যে এমন একটি চিকিৎসাকেন্দ্র হওয়ায় রোগীরা উপকৃত হবেন বলেই মনে করছেন অনেকে।


বাড়ছে ক্যানসার: ইদানিং, প্রতিনিয়ত বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা।  চিকিত্সকরা বলছেন, অনেক ক্ষেত্রে ক্যানসারের ঘটনা যতদিনে জানা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। আগামী ২০ বছরের মধ্যে ক্যানসারে আক্রান্তের সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে আশঙ্কিত খোদ চিকিত্সকরাই। 


ক্যানসার বিশেষজ্ঞ দীপ্তেন্দ্র সরকার এই উদ্যোগের প্রশংসা করেছেন। ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়লে তা অর্থনীতির উপর প্রভাব ফেলে। এদিনের ক্যানসার নির্ণয় কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য চিকিৎসকরা। শুধু ক্যানসার নির্ণয়ই নয়, সব ধরনের ক্যানসারের চিকিৎসা হবে এখানে। ফলে রাজ্যেই সাধ্যের মধ্যে থাকা খরচে ক্যানসার চিকিৎসার সুবিধা পাবেন রোগীরা।