কলকাতা : কেন্দ্রের জন্য সার পাচ্ছেন না চাষিরা। বারবার চিঠি দিয়েও সুরাহা হয়নি। অভিযোগ মুখ্যমন্ত্রী। NRC থেকে ১০০ দিনের টাকা, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে টেনে আনলেন কেন্দ্রের টাকা আটকে রাখার প্রসঙ্গও। এনআরসি-র নামে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর।


মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,



  • নাগরিকত্ব নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এনআরসি-র নামে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। গরিবদের কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তুদের অধিকার আদায়ে লড়েছি।

  • জাতীয় সড়ক সম্প্রসারণে অনেক উচ্ছেদ হয়েছে। বুলডোজার দিয়ে উচ্ছেদ করা চলবে না।

  • ২.৫ লক্ষ মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। নাগরিকত্বের নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভোটার তালিকায় নাম তুলুন।

  • অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এনআরসির নামে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে।

  • এবারও দুয়ারে সরকারে ৫০ লক্ষ মানুষ এসেছেন। সব অভিযোগই গুরুত্ব দিয়ে দেখতে হবে।

  • আপনারা আছেন বলেই আমরা আছি, আপনারা না থাকলে, আমি কেউ নই।

  • সার নিয়ে সমস্যা হচ্ছে, কৃষকরা সার পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার রাজ্যকে সার দিচ্ছে না।

  • এভাবে অসহযোগিতা চললে সার উৎপাদনের কথা ভাবতে হবে। কৃষকরা সমস্যায় পড়ছেন, রাজনীতির স্বার্থে বাংলাকে বদনাম করা হচ্ছে।

  • কোনও প্রকল্পেই কেন্দ্র টাকা দেয় না। ওদের শুভবুদ্ধির উদয় হোক। যাঁরা কেন্দ্রকে চিঠি লিখছেন, তাঁদের নাম বলতেও লজ্জা লাগে।

  • কেন্দ্রীয় প্রকল্পের টাকার অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করছে। এরা শুধু বদনাম করতেই জানে, কুটুস কুটুস করে মিথ্যে কথা বলে।

  • দিল্লির সরকার পার্টির কথাতেই চলে। তোমরা জনগণের কাছে দায়বদ্ধ।  এটা মনে রাখতে হবে। 


বিধানসভায় ডেঙ্গি নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর



  • ‘এবছর ডেঙ্গিতে ১১ জনের মৃত্যু হয়েছে’

  • ‘এর মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে, ৫ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন’

  • ‘কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, শিলিগুড়িতে সংক্রমণ বেশি’

  • ‘গতবছর ডেঙ্গি কম ছিল, এবছর ডেঙ্গি বেড়েছে’

  • ‘আগামী কয়েকদিনের মধে ঠান্ডা বাড়লে, ডেঙ্গি কমবে’

  • ‘সুপ্রিম কোর্টের রায় আছে, তাই ডেঙ্গি তথ্য পোর্টালে দেওয়া যাচ্ছে না’

  • ‘অন্যান্য রাজ্য, কেন্দ্র ও আমরাও তথ্য দিতে পারছি না’


 


 


‘’