ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গ্রাম পঞ্চায়েত দখল (PanchayaT Poll Violence) করলেও সংরক্ষণের গেরোয় পূর্ব মেদিনীপুরের দুটি জায়গায় প্রধান পদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের (TMC) । রামনগর ২ নম্বর ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১১টিই জিতেছে তৃণমূল। আর ৪টিতে বিজেপি (BJP) । তবে বোর্ড গঠন করলেও প্রধান পদ এসসি-র জন্য সংরক্ষিত। তৃণমূলের এসসি প্রার্থী হেরে যাওয়ায় প্রধান হতে চলেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য।
সংরক্ষণের গেরো এমনই যে রামনগর-২ ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করবে তৃণমূল। কিন্তু প্রধান পদে বসতে চলেছেন বিজেপি থেকে জয়ী প্রার্থী। প্রধানের পদটি তফসিলি জাতি সংরক্ষিত। ওই বোর্ডে একমাত্র তফসিলি জাতি প্রার্থী হিসেবে জিতেছেন বিজেপির রথীকান্ত দাস। ফলে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে তিনিই প্রধান পদে বসতে চলেছেন। রতিকান্তর দাবি, 'আমরাই এবারে বোর্ড দখল করব কারণ বেশ কিছু তৃণমূলের লোকজনরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।' কাদুয়া গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল। চারটি আসন পেয়েছে বিজেপি। কাদুয়ার মালঞ্চ ১৩ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির রথীকান্তবাবু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সৌমেন বরকে ১৭টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই আসনে তৃণমূল তিন নম্বরে চলে গিয়েছে। তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বীণাপানি দাস। যদিও কাদুয়া অঞ্চলের বিদায়ী প্রধান জানান প্রধান পদ সংরক্ষিত হওয়ায় বিজেপির জয়ী প্রার্থীকেই প্রধান হিসেবে মেনে নিতে হচ্ছে।
অন্যদিকে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতেও একই সমস্যায় পড়েছে তৃণমূল। ১৭টি আসনের মধ্যে ৯টি জিতলেও প্রধান পদটি তফশিলি মহিলাদের সংরক্ষিত। শাসকদলের কোনও তফশিলি প্রার্থী জয়ী হননি। তাই ৭টি আসন জিতে প্রধান পদে পাল্লা ভারী বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, তাদের জয়ী প্রার্থীদের তৃণমূল ভাঙিয়ে নিতে পারে এই আশঙ্কায় নিরাপদ জায়গায় রাখা হয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামে তৃণমূলের ভাঙন রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্যের শাসক শিবির। গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যদের দলত্যাগ না করার বিষয়ে শপথবাক্য পাঠ করানোথেকে পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যদের একাংশের শংসাপত্র পার্টি অফিসে জমা রাখা, সবই হয়েছে। এবার নন্দীগ্রাম ১ নং ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবেন সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৭। এর মধ্যে তৃণমূল পেয়েছে ৯টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭টি, আর নির্দলের ঝুলিতে গিয়েছে ১টি আসন। এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের ক্ষেত্রে পঞ্চায়েত জয়ীদের সংখ্যাগরিষ্ঠ রাজ্যের শাসক দলের হলেও প্রধান পদ নিয়ে তাঁরা সমস্যায় পড়েছেন। কারণ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদটি তফসিলি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে। কিন্তু তৃণমূলে কেউ এই যোগ্যতায় জয়লাভ করেনি। ফলে পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী বিজেপির জয়ী প্রার্থীকেই প্রধান পদে বসতে হবে। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই এই কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত দুই জয়ী তফসিলি জাতিভুক্ত মহিলা অন্যত্র আত্মগোপন করেছিলেন। একজন হলেন দিপালী দাস, অন্যজন তনুশ্রী দাস।
আরও পড়ুন: একটি টফির দামে ২টি শেয়ার, আড়াই বছরে ২৮ গুণ দাম বেড়েছে এই মাল্টিব্যাগারের