কলকাতা : উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে (North Bengal Medical College) ডাক্তারি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) চিকিৎসক নেতার বিরুদ্ধে। কিছুদিন আগেই এই নিয়ে তীব্র হয় রাজনৈতিক চাপানউতোর। ডাক্তারির পরীক্ষায় বেনিয়মের এই অভিযোগ নিয়ে  ৭ চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিঠির ভিত্তিতে, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। (Bengal Governor) 



উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজভবনের তরফে। আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। মেডিক্যাল এডুকেশন স্বাস্থ্যদফতরের অধীনস্থ বিষয়। কিন্তু রাজভবনের তরফে, অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে উচ্চশিক্ষা দফতরের কাছে। 

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ডাক্তারি পরীক্ষা চলাকালীন, হলের মধ্যে মোবাইল হাতে ঘোরাঘুরি করতে দেখা যায় তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্য়াল সেলের আহ্বায়ককে। ডাক্তারির পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলাকালীন হলের মধ্যে মোবাইল হাতে ঘুরে বেড়াচ্ছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা অভীক দে। তিনি বর্ধমান মেডিক্য়াল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও ।উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে। যদিও সিসিটিভি ফুটেজের সত্য়তা যাচাই করেনি এবিপি আনন্দ। সিসিটিভি ফুটেজে যাঁকে মোবাইল হাতে দেখা যাচ্ছে তিনি । তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্য়াল সেলের আহ্বায়ক। উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের পরীক্ষা হলে তিনি কীভাবে ঢোকার অনুমতি পেলেন? পরীক্ষা হলে ঢুকে তিনি কী করছেন? ন্য়াশনাল মেডিক্য়াল কমিশনের নিয়ম অনুয়ায়ী পরীক্ষকও হলে মোবাইল ফোন ব্য়বহার করতে পারেন না, তাহলে তৃণমূলের চিকিৎসক নেতা কীভাবে মোবাইল নিয়ে হলে ঢুকলেন? এই নিয়েই দেখা দেয় বিতর্ক। 


যদিও বিতর্কের মুখে শাসক দলের চিকিৎসক নেতার দাবি ছিল, তাঁকে ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার পর্যবেক্ষক করেছে রাজ্য় স্বাস্থ্য বিশ্ববিদ্য়ালয়। তবে মোবাইল ফোন নিয়ে হলের ঢোকার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। উল্টে এই ফুটেজ মিডিয়ার হাতে আসা নিয়ে দলের চিকিৎসক সংগঠনের নেতৃত্বের একাংশের দিকে আঙুল তোলেন তিনি।  রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অভীক দে। ফলে ভাইরাল সিসিটিভি ফুটেজ ঘিরে তুঙ্গে ওঠে চাপানউতোর। 


এই নিয়ে প্রকাশ্যে চলে এসেছিল তৃণমূলের চিকিৎসক সংগঠনের অন্দরের 'দ্বন্দ্ব'। এই ঘটনার প্রতিবাদে বুধবার, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী জুনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠনের সদস্যরা।   


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial