অর্ণব মুখোপাধ্য়ায়, কৃষেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূলের ( TMC ) ভিতরে এমন কোনও শক্তি রয়েছে, যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা। মনোনয়ন পর্বে যখন জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধীরা, তখন নতুন এই তত্ত্ব সামনে আনলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ( Tapas Ray )। গুন্ডামি করে পঞ্চায়েত দখল করলে, দল রেয়াত করবে না। সতর্কবার্তা মদন মিত্রর ( Madan Mitra ) । 


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বারবার আশ্বাস দিয়েছিলেন, পঞ্চায়েতের ভোটপর্ব হবে শান্তিপূর্ণ। কিন্তু, তারপরও পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে বাঁকুড়া, জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের মনোনয়নে সন্ত্রাসের অভিযোগে বিরোধীদের নিশানায় তৃণমূল। আর এই প্রেক্ষাপটেই এক নতুন তত্ত্ব সামনে আনলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়।


তিনি বললেন, 
'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি রয়েছে, সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি, যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা।' 
বিরোধীরা যখন দাবি করছে, হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অবাধ ও সুষঠু নির্বাচন চায় না, তাই মুখে এক বলছে, আর কাজে আরেক হচ্ছে, নয়তো তাঁদের বার্তা নিচুতলা শুনছে না, পঞ্চায়েতের মধুভাণ্ডের লোভে। এই প্রেক্ষাপটেই তৃণমূলের আরেক বর্ষীয়ান বিধায়ক মদন মিত্রর গলাতেও কিছুটা অন্য় সুর শোনা গেল। 


মদন বললেন, ' অভিষেক বারবার বললেও অনেকে সেটা হয়তো সিরিয়াসলি নিতে পারছে না।  তবে প্ল্যানিং এন্ড টোটাল স্কেচ ড্রন। মনোনয়নের জন্য অনেকে পার্টির কথা না শুনে এখনও দলকে বদনাম করার চেষ্টা করছে। আসলে ওরা হয়তো ভাবছে, পার্টি কিছু করতে পারবে না! গুন্ডামি করে পঞ্চায়েত দখল যারা করবে, পার্টি তাদের স্পেয়ার করবে না। লক্ষণরেখা তৈরি... শুধু রূপায়ণটুকু বাকি।' 


মদন মিত্রর পড়শি কেন্দ্রের বিধায়ক তাপস রায় আবার মনোনয়নে গণ্ডগোলের নেপথ্যে অন্য় তত্ত্ব হাজিরের চেষ্টা করলেন। ' এটা নতুন কিছু নয়, রাজনীতিতে এই ধরনের জিনিস বহু ঘটেছে বিগত দিনে, আগামী দিনেও ঘটবে। তার কারণ, তৃণমূলের মন্ত্রী থাকা সত্বেও, তৃণমূলের অত্যন্ত ক্ষমতাবান বা প্রভাবশালী থাকা সত্বেও, নিজের বলে ফেলেছিলেন শুভেন্দু যে, আমার সঙ্গে RSS-এর বা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বিজেপির একটা যোগাযোগ ছিল। কৌশল কোনও কিছু হচ্ছে কি না, করাচ্ছে কি না, করানো হচ্ছে কি না, এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।' 


এই রাজনৈতিক তরজার মধ্য়ে প্রশ্ন একটাই, অন্য়ান্য় রাজ্য়ে যখন ভোট মানেই অশান্তি নয়, তখন পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে সন্ত্রাস শব্দটা কীভাবে ওতপ্রোতভাবে জুড়ে গেল? এর শেষ কবে?