কলকাতা: হকের চাকরির দাবিতে আজ একজোট হয়ে রাস্তায় নামছে চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। শিয়ালদা, হাওড়া ও কলেজ স্ট্রিট থেকে চাকরিপ্রার্থীদের মিছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে এসে জড়ো হবে। সেখানে সভা করবেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের প্রাথমিক, গ্রুপ D, SLST প্রার্থীরা এদিনের কর্মসূচিতে অংশ নেবেন। দক্ষিণ ২৪ পরগনার, ২০০৯ সালের প্রাথমিকের যে চাকরিপ্রার্থীদের নাম প্য়ানেলে ছিল না, তাঁরাও এই কর্মসূচিতে থাকছেন। তবে প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরা এদিনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর, হাইকোর্টের সম্মতিতে কলকাতায় মহামিছিলের আয়োজন করে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠনের জোট।


আগেই জানানো হয়েছিল চাকরিপ্রার্থীদের মেগা কর্মসূচি রয়েছে কলকাতায়। যেখানে অংশ নেবেন দশটি সংগঠনের সদস্য়রা। দক্ষিণ ২৪ পরগনার, ২০০৯ সালের প্রাথমিকের যে চাকরিপ্রার্থীদের নাম প্য়ানেলে ছিল না, তারাও এই কর্মসূচিতে যোগ দেবেন। আগামীদিনে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থানে বসার হুঁশিয়ারিও দিয়েছেন এই প্রার্থীরা।


নিয়োগের দাবিতে বুধবার একজোট হয়ে রাস্তায় নামে চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। সেই আন্দোলনে যোগ দিয়েছে চলেছে দক্ষিণ ২৪ পরগনার, ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। 


অন্য় চাকরিপ্রার্থীদের মতো, নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছেন এই প্রার্থীরা। গতবছর আদালতের নির্দেশে এই চাকরিপ্রার্থীদের প্য়ানেল প্রকাশিত হয়। কিন্তু, সেই প্য়ানেল অস্বচ্ছ বলে অভিযোগ তুলে, বালিগঞ্জে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। তারপর সেই আন্দোলন উঠে যায়। এই প্রেক্ষাপটে বুধবার চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠনের মিছিলে পা মেলাতে চলেছে তারা। পাশাপাশি গাঁধী মূর্তির নীচে অবস্থানে বসার হুঁশিয়ারিও দিয়েছেন এই চাকরিপ্রার্থীরা। 


তবে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মধ্য়ে, যাদের নাম প্য়ানেলে রয়েছে, তারা বুধবারের মিছিলে অংশ নিচ্ছে না। ২০১৪ সালের প্রাথমিক, গ্রুপ ডি, এসএলএসটি প্রার্থীরাও বুধবারের কর্মসূচিতে অংশ নেব।


এর আগেও নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামে চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চের মহাজোট। কলকাতায় মহামিছিলের পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের কাছে রাস্তায় বসে পড়লেন আন্দোলনকারীরা। ফের তাঁদের জোর করে গাড়িতে তুলে দেয় পুলিশ। 


এর মধ্য়েই মঙ্গলবার নিয়োগের দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে চেয়ে সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করে তিনটি সংগঠন। কিন্তু, পুলিশ তাদের বাধা দেয়। শেষে ছজন প্রতিনিধি বিকাশ ভবনে যান। যদিও, শিক্ষামন্ত্রী সেখানে না থাকায়, বুধবার ফের সময় দেওয়া হয়েছে।