নয়া দিল্লি: দাম তো কমছেই না! উল্টে ক্রমশ বেড়েই চলেছে টম্যাটোর (Tomato) দাম (Price)। শুধুমাত্র কোনও রাজ্যে নয়, দেশজুড়েই (India) এই সবজির দাম (Vegetable Price) বেড়ে চলেছে। সেঞ্চুরি পেরিয়েছে আগেই, টপকেছে ২০০ এর গণ্ডিও। তবে এবার আরও চড়া হতে চলেছে টম্যাটোর দাম, অন্তত এমনটাই রিপোর্টে বলা হয়েছে।
পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী দিনে টমেটোর দাম প্রতি কেজি ৩০০ টাকা ছুঁতে পারে এবং সবজির দামও বাড়তে পারে। কৃষি উৎপাদন বিপণন কমিটির (এপিএমসি) সদস্য কৌশিক বলেন, টম্যাটো, ক্যাপসিকাম এবং অন্যান্য মৌসুমি সবজির বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ায় সবজির পাইকারি বিক্রেতারা লোকসানের সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, পাইকারি বাজারে টম্যাটোর দাম প্রতি কেজি ১৬০ থেকে ২২০ টাকা পর্যন্ত বেড়েছে, যার কারণে খুচরা দামও বাড়তে পারে।
প্রধান উৎপাদনকারী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার কারণে টম্যাটোর দাম এখন এক মাসেরও বেশি সময় ধরে বৃদ্ধির মধ্যে রয়েছে। আজাদপুর মান্ডির পাইকার সঞ্জাই ভগত সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "হিমাচল প্রদেশে ভূমিধস এবং ভারী বৃষ্টির কারণে সবজি পরিবহনে অনেক অসুবিধা হচ্ছে। উৎপাদকদের কাছ থেকে সবজি রপ্তানিতে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ঘণ্টা বেশি সময় লাগে, যার কারণে টম্যাটোর দাম প্রতি কিলোগ্রাম প্রায় ৩০০ টাকায় পৌঁছতে পারে।"
আরও পড়ুন, প্রতি ২০ মিনিট অন্তর চমকাচ্ছে আলো, কীসের সঙ্কেত? কারা পাঠাচ্ছে?
আজাদপুর কৃষি উৎপাদন বিপণন কমিটির (এপিএমসি) সদস্য অনিল মালহোত্রা বলেছেন যে বাজারে টমেটোর সরবরাহ এবং চাহিদা উভয়ই কম এবং বিক্রেতারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভোক্তা বিষয়ক মন্ত্রকের রক্ষণাবেক্ষণের তথ্য অনুসারে, বুধবার টমেটোর খুচরা মূল্য প্রতি কেজি ২০৩ টাকা ছুঁয়েছে, যেখানে মাদার ডেয়ারির সফল খুচরো আউটলেটগুলিতে দাম প্রতি কেজি ২৫৯ টাকা ছিল।
এশিয়ার বৃহত্তম পাইকারি ফল ও সবজির বাজার, আজাদপুর মন্ডিতে টম্যাটোর পাইকারি দাম বুধবার গুণমানের উপর নির্ভর করে প্রতি কেজি ১৭০-২২০ টাকা ছিল।