সুনীত হালদার, হাওড়া: প্রবল বর্ষণের জেরে দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) খড়গপুর ডিভিশনে (Kharagpur Division) বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মূলত প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ অংশের পুনরুদ্ধার এবং যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।
আজও এবং আগামীকাল বাতিল হয়েছে যে সকল ট্রেন :
- ০৮০১৭/০৮০১৮ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর MEMU স্পেশ্যাল আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
- ০৮০৩২/০৮০৩১ ভদ্রক-বালেশ্বর-ভদ্রক MEMU স্পেশ্যাল আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
- ০৮০৬৪ ভদ্রক-খড়গপুর MEMU স্পেশ্যাল আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
- ১৮০৩৭ খড়গপুর-জয়পুর কেওনঝড় রোড এক্সপ্রেস আজকের জন্য বাতিল(৪ অক্টোবার) ।
- ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
- ১৮০৩৮ জয়পুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস আগামীকালের জন্য বাতিল থাকবে (৫ অক্টোবার)।
- ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস আগামীকালের জন্য বাতিল থাকবে (৫ অক্টোবার)।
স্বল্প সময়ের জন্য বাতিল হয়েছে যে সকল ট্রেন (Short Terminated and Short Originated) :
- ১৮০৩৮ জয়পুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস (Short Terminated) (বালেশ্বর স্টেশন) (৪ অক্টোবার )
- ০৮০৬৩ খড়গপুর-ভদ্রক MEMU স্পেশ্যাল (Short Terminated) (রূপসা) (৪ অক্টোবার)
- ০৮৪১৬ পুরী-জলেশ্বর MEMU স্পেশ্যাল (Short Terminated) (ভদ্রক) (৪ অক্টোবার)
- ০৮৪১৫ জলেশ্বর-পুরী MEMU স্পেশ্যাল (Short Originated) (ভদ্রক) (৪ অক্টোবার)
প্রসঙ্গত, একটানা প্রবল বর্ষণ এবং ডিভিসি থেকে জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ার আমতায়। গতকাল রাত থেকেই হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদর নদীর জল বাঁধ টপকে হু হু করে গ্রামে ঢুকতে থাকে। ফলে ওই এলাকায় প্লাবিত হয়ে পড়েছে কমপক্ষে ১৫ টি গ্রাম। এই জল উদয়নারায়নপুর থেকে থলিয়া হয়ে শর্টকাট খালের মাধ্যমে মুন্ডেশ্বরী নদীতে মিশছে। বাড়ছে মুণ্ডেশ্বরী নদীর জল স্তর।
আরও পড়ুন, উজ্জ্বলা যোজনায় ভর্তুকি বাড়াল কেন্দ্র, সিলিন্ডার পিছু এবার ৩০০ টাকা
অপরদিকে, আগে থেকেই বৃষ্টির জল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়ার চিতনান দ্বীপ অঞ্চলের নিচু এলাকার কৃষি জমিতে জমেছিল। এদিকে মুণ্ডেশ্বরী নদীর জল ফুলেফেঁপে ওঠায় প্লাবিত হয়েছে বেশ কিছু কৃষি জমি এবং রাস্তাঘাট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য ত্রান শিবির খোলা হয়েছে। সেখানে শুকনো খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি মেডিকেল ক্যাম্প খোলা হবে। এছাড়াও উদ্ধার কাজের জন্য এনডিআরএফ টিম ডাকা হয়েছে।