আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও করুণাময় সিংহ: কোটি কোটি টাকা ছড়িয়ে আদিবাসী এবং কুড়মিদের (Kurmi Protests) মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি, শালবনির সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা জাতপাতের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 


বাংলায় ধর্মের রাজনীতি বেশকিছুদিনই শুরু হয়েছে। এবার কি জাতপাতের রাজনীতিও মাথাচাড়া দিচ্ছে? পঞ্চায়েতের আগে কি তৃণমূল-বিজেপি দুই দলই এই অস্ত্রে শান দিতে চাইছে? শালবনি থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা মালদা থেকে শুভেনদু অধিকারীর গলায় যে কথাগুলো উঠে এল, তার জেরেই এই প্রশ্ন জোরাল হচ্ছে।


শনিবার মমতা বলেন, "বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে। বিজেপি এখানে কোটি কোটি টাকা ছড়াচ্ছে।"
এর পাল্টা শুভেন্দুকে বলতে শোনা যায়, "কালিয়াগঞ্জে আমাদের রাজবংশী মেয়েকে মারল। একটা রাজবংশী ছেলে মারল। ময়নায় নমশূদ্রকে মারল। আসানসোলে সনাতনী বিজেপি সমর্থককে মারল।"


আরও পড়ুন: Daribhit Case: দাড়িভিটে এনআইএ-এর টিম, হাইকোর্টের নির্দেশ শুরু হল তদন্ত

ধর্মের পর এবার ভোটের অস্ত্র জাতপাত? বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? কনভয়ে হামলার ঘটনা মমতা নিশানা করলেন বিজেপি-কে। তার পাল্টা শুভেন্দুর দাবি, মমতা লড়াই বাধাচ্ছেন। মমতার কথায়, "কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। আমাদের আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। মণিপুরে যেমন দুই জাতির মধ্য়ে লড়াই লাগিয়েছে। এখানেও লাগাতে চাইছে। আমরা মারব না, পুলিশই যা ব্য়বস্থা নেওয়ার নেবে।" তাতে শুভেন্দুর প্রতিক্রিয়া, "কুড়মি-জনজাতি লড়াই লাগিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হিন্দু ট্রাইবাল লাগিয়ে দাও।"
 


২ হাজার টাকার নোট বাতিল নিয়েও শনিবার বিজেপি-কে নিশানা করেন মমতা। বলেন, "হঠাৎ করে ২ হাজার টাকার নোট বাতিল করে দিল। আমার তো মনে হয় এটা একটা পার্টির কাছে রাখা আছে, তাই করল। নিশ্চয় বুঝতে পারছি, আমরা কার কথা বলছি, ইশারাহি কাফি হ্য়ায়।" এর পাল্টা শুভেন্দু বলেন, "যেখানেই সোনা লুকিয়ে রাখবে আমাদের এজেন্সি বের করে আনবে। যেমন পার্থ-অর্পিতার কাছ থেকে বের করেছে।"

গোবলয়ের রাজ্য়গুলিতে জাতপাতের রাজনীতি সবসময় ভোটবাক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।বাংলায় এখনও সেই প্রবণতা দেখা যায়নি। এবার কি বঙ্গভূমিতেও তা দেখা যাবে? কুড়মিদের নিয়ে শাসক-বিরোধী তরজায় উঠছে প্রশ্ন।