Bangladesh News: বাংলাদেশে জ্বলেছে ঘর, মিলেছে প্রাণে মারার হুমকি ! সীমান্ত পেরিয়ে এপারে আসতেই ২ বৃদ্ধার জেল হেফাজত
উত্তর দিনাজপুর: চোপড়ার পর এবার কালিয়াগঞ্জ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) অনুপ্রবেশের দায়ে আটক ২ বৃদ্ধা। অনুপ্রবেশের দায়ে ২ বৃদ্ধাকে আটক করল বিএসএফ (BSF)। ধৃতদের আদালতে (Court) তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দেন।
দুই বৃদ্ধা জানিয়েছেন কিছুদিন ধরেই বাংলাদেশে লাগাতার হুমকির মধ্যে পড়তে হচ্ছিল তাঁদের। হিন্দুদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া, গবাদি পশু লুঠপাট ইত্যাদি চলছিল বলে অভিযোগ। সংখ্যালঘুদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল বলে দাবি করেন ২ বৃদ্ধা। প্রাণ বাঁচাতেই সীমান্ত পেরিয়ে তাঁরা এদেশে চলে এসেছেন বলে দাবি।
আরও পড়ুন, 'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না..', বাংলাদেশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।