সমীরণ পাল, হাবড়া: ফেলে দেওয়া সামগ্রী সাইকেলের চেন, রান্নার গ্যাসের বার্নার, তালা, বাতিল যন্ত্রপাতি, লোহার জাল ও ঠাণ্ডা  পানীয়ের বোতলের ছিপি ইত্যাদি দিয়ে ১৫০ কুইন্টাল ওজনের দুর্গা প্রতিমা (Unique Metal Durga Idol) তৈরি করেছেন হাবড়ার (Habra) বাণীপুরের ইন্দ্রজিৎ পোদ্দার।  


এক একটি দেবদেবীর মুখমণ্ডল তৈরি হয়েছে এক একটি ধাতু দিয়ে। ব্যবহার করা হয়েছে অষ্টধাতুরও। দেবী দুর্গা, লক্ষী, গণেশ, কার্তিক ও সরস্বতীর মুখমণ্ডল তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বিশেষ ছাঁচে। 


মা দুর্গার অপূর্ব মুখমণ্ডল তৈরি হয়েছে তামা দিয়ে। দেবী লক্ষ্মীর পিতল, সরস্বতীর অ্যালমনিয়াম, গণেশের দস্তা, কার্তিকের ব্রোঞ্জ এবং মহিষ তৈরি হয়েছে লোহা দিয়ে। 


নিচের বেদী সহ সাড়ে ১১ ফুটের অষ্টধাতুর দুর্গা এবারে পূজিতা হবেন ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবে। গত জুলাই মাস থেকে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তাঁর বাণীপুরের বাড়িতে তৈরি করছেন এই অভিনব দুর্গা। প্রতিবছরই নতুন নতুন চমক দিয়ে থাকেন শিল্পী। এর আগেও করেছেন হিরে,সোনা ও রুপোর প্রতিমা। 


স্বপরিবার দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ লগ্নে। এবারে সোনা এবং রুপোর অলঙ্কার পড়বে, দেবী-দেবতার শরীরে সেজন্যই হাবরা থানার কাছে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন শিল্পী। অবশ্য এবারই প্রথম নয় এর আগেও হিরে,সোনা ও রুপোর দেবী মূর্তি তৈরি করার সময় পেয়েছেন পুলিশি নিরাপত্তা। 


এই অভিনব ভাবনা নিয়ে শিল্পী ইন্দ্রজিৎ জানালেন, "অষ্টধাতুর কাজ করার মধ্যে বিভিন্ন কুসংস্কার জড়িয়ে থাকে। অষ্টধাতু দিয়ে কিছুই বানাতে চান না কারিগররা এতে নাকি কারিগরদের নিজের ক্ষতি হয়।" এই কুসংস্কারটিও দূর করবার লক্ষ্যে তিনি অষ্টধাতু নিয়ে কাজ করছেন। বিভিন্ন দেবদেবীর অপূর্ব মুখমণ্ডল তৈরি করতে দিন দশেক তাঁকে উত্তরপ্রদেশেও থাকতে হয়েছিল। সব মিলিয়ে ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের এবারের পূজো মণ্ডপ এবং দেব ও দেবী আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে। 


এভারগ্রিনের এবারের পুজোয় গাছপালা এবং জল অপচয় বন্ধ করবার আবেদন জানিয়েই এবারে সেখানকার পুজোর থিম স্পন্দন। পুজো প্যান্ডেল এবং প্রতিমা সব কিছুরই পরিকল্পনা ইন্দ্রজিতের। নাওয়া খাওয়া ভুলে নিজের থিম সফল করে তুলতে পরিশ্রম করে চলেছেন ইন্দ্রজিৎ। কারণ হাতে সময় খুবই কম। শিল্পী জানালেন, প্রতিমা এতটাই ভারি যে ক্রেন ভাড়া করে তা গাড়িতে তুলতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: 'কে কী বলল, ডোন্ট কেয়ার! ঠাণ্ডা মাথায় কাজ করুন', পুলিশদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের