কলকাতা : এবারও মাধ্যমিকে (Madhyamik) পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এরপরেই রয়েছে- কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। এই তিন জেলায় পাশের হার ৯৪ শতাংশের বেশি।
এবার মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি।
আরও পড়ুন ; ৬৯২ নম্বর পেয়ে মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় মালদার কৌশিকী ও ঘাটালের রৌনক
পাশের হারে কোন জেলা কোথায় ?
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।
এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। ‘স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন।
মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb10.abplive.com
প্রথম তিনে কারা ?
এবার মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছে ৬৯৩। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। অনন্যা দাশগুপ্ত হয়েছে তৃতীয়।
৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুল থেকে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে। ঝাড়গ্রামে পৌলমী বেরা ৬৮৯ পেয়ে পঞ্চম। ষষ্ঠ স্থান অধিকার করেছে ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ। এই তালিকায় রয়েছে আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি।