WB Madhyamik Results 2023 LIVE: মাধ্যমিকে ফের জেলার জয়, অনেক পিছিয়ে কলকাতা
WBBSE Madhyamik Results 2023 LIVE Updates: এবিপি আনন্দের ওয়েবসাইট থেকেই জানুন পরীক্ষার ফলাফল। জেনে নিন কোথায় কোথায় দেখা যাবে ফল।
পাশের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
মাধ্যমিকের কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্য়ুইটে সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
মেধাতালিকায় নজর কেড়েছে রামকৃষ্ণ মিশন। মালদার ২১ জনের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রথম দশের ১১৮ জনের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া রয়েছে ১২ জন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৬ জন রয়েছে প্রথম দশে।
মাধ্যমিকে এ বছরও জেলার জয়জয়কার। সার্বিক পাশের হারে তৃতীয় হলেও প্রথম দশের মেধা তালিকায় থাকা ১৬ জেলার ১১৮ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া।
শুক্রবার চলতি বছরের মাধ্য়মিকের ফল প্রকাশ করে ২০২৪ সালের পরীক্ষার সূচি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
মাধ্যমিকে ফের জেলার জয়। অনেক পিছিয়ে কলকাতা। পর্ষদ প্রকাশিত মেধা তালিকার প্রথম দশে থাকা ১১৮ জনের তালিকায় কলকাতা শূন্য। পাসের হারে শহবের স্থান তৃতীয়। কলকাতার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর ও কালিম্পং।
জন্মের সময়ের ফারাক ২৫ মিনিট। মাধ্যমিকে নম্বরের ফারাক মাত্র ২। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভাল ফল করে চমকে দিল বাঁকুড়ার ওন্দার যমজ ভাই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ-অনীককে নিয়ে গর্বিত বাবা-মা থেকে শিক্ষকরা।
গতবছরের চেয়ে শূন্য় দশমিক ৪৫ শতাংশ কমেছে পাসের হার। গত বছর ছিল ৮৬ দশমিক ছয় শতাংশ। এবছর ৮৬ দশমিক এক পাঁচ শতাংশ। কমেছে ফার্স্ট ডিভিশনের সংখ্য়াও।
প্রথম দশের মেধা তালিকায় উঠে এসেছে ১১৮ জন পরীক্ষার্থীর নাম। তবে, সকলেই জেলার। মেধা তালিকায় নাম নেই কলকাতার।
২১ দিন এগিয়ে এল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা, আগামী বছর দোসরা ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হবে। লোকসভা ভোটের জন্যই কি এগিয়ে আনা হল মাধ্যমিক? পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে।
পাশের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে।
দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং
তৃতীয় স্থানে কলকাতা
চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
মেধাতালিকায় নজর কেড়েছে রামকৃষ্ণ মিশন।
মালদার ২১ জনের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া।
মেধা তালিকার প্রথম ১০টি স্থানে থাকা ১১৮ জন কৃতীর মধ্যে ২১ জন মালদা জেলার।
পূর্ব বর্ধমানের ১৭ জন এবং বাঁকুড়ার ১৪ জন।
জন্মের সময়ের ফারাক ২৫ মিনিট। মাধ্যমিকে নম্বরের ফারাক মাত্র ২। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভাল ফল করে চমকে দিল বাঁকুড়ার ওন্দার যমজ ভাই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ-অনীককে নিয়ে গর্বিত বাবা-মা থেকে শিক্ষকরা।
মাধ্যমিকে ফের জেলার জয়। অনেক পিছিয়ে কলকাতা। পর্ষদ প্রকাশিত মেধা তালিকার প্রথম দশে থাকা ১১৮ জনের তালিকায় কলকাতা শূন্য। পাসের হারে শহবের স্থান তৃতীয়। কলকাতার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর ও কালিম্পং।
২১ দিন এগিয়ে এল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা, আগামী বছর দোসরা ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হবে। লোকসভা ভোটের জন্যই কি এগিয়ে আনা হল মাধ্যমিক? পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে।
দুরন্ত ফল করেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। শুধুমাত্র এই স্কুল থেকেই ১৩ জন রাজ্যের মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে। জায়গা করে নিয়েছে সুজাপুর হাই স্কুলও। এই স্কুলের ৩ পড়ুয়া জায়গা করে নিয়েছে রাজ্যের মেধাতালিকার প্রথম দশে। এছাড়াও, নাজিরপুর হাই স্কুল, এ সি ইন্সিটিটিউশন, মোজামপুর এইচএসএসবি হাইস্কুল, চাঁচল রানি দাক্ষায়ণী গার্লস স্কুল থেকেও রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নেওয়া হয়েছে।
প্রতিবছরই মাধ্য়মিকে (Madhyamik Result) নজরকাড়া ফলাফল হয় জেলার। এবারও তার অন্যথা হয়নি। তার মধ্যেই যেন আলাদা করে নজর কাড়ছে উত্তরবঙ্গের মালদা জেলা। মেধাতালিকায় প্রথম দশজনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে। কিন্তু প্রথম দশের মধ্যে স্থান পাওয়া পড়ুয়াদের নিরিখে সবাইকে যেন ছাপিয়ে গিয়েছে মালদা।
শুধুমাত্র মালদা জেলার সব স্কুল মিলিয়ে মোট ২১ জন প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে। আরও এক মালদা ইংরেজবাজারের বাসিন্দা স্থান পেয়েছে মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে। সেই পড়ুয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। মালদা (Malda) থেকে যারা রাজ্যের মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে তাদের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।
৬৯০ পেয়ে তৃতীয় স্থান পেয়েছে সৌম্যদীপ মল্লিক। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা সৌম্যদীপ দিনে ঘণ্টা নয়েক পড়াশোনা করত। বরাবরই পড়াশোনাই ধ্যানজ্ঞান। তাই মাধ্যমিকে প্রথম থেকে দশম স্থানের মধ্যে থাকবেন, তেমন আশা ছিলই। চেয়েছিল, মাধ্যমিকে নিজের সেরাটা দিতে। সেই চেষ্টায় ত্রুটি হয়নি। তাই এমন ভাল ফলাফল পেল বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ।
সৌম্যদীপের কথায় মা-বাবা, শিক্ষক-শিক্ষিকারা সকলের পরামর্শই কাজ করেছে। শিক্ষক-শিক্ষিকারা অনুপ্রেরণা দিয়েছেন, তবে চাপ নয়। তাঁরাও বলেছিলেন, সেরাটা উজাড় করে দাও। সেটাই করেছেন বাধ্য ছাত্র। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সৌম্যদীপ।
প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2023)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) ঘোষণা, এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নির্দিষ্ট করে বললে, এবার মহিলা পরীক্ষার্থীর (Women Candidate) ২২ শতাংশ বেশি ছিল।
Link 1: wb10.abplive.com
Link 2: https://news.abplive.com/exam-results/wb-board-madhyamik-result-2023-5e68a3107e2fb.html
মাধ্যমিকে তৃতীয় হয়েছে একসঙ্গে ৬ জন। মাধ্যমিকে এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।
ষষ্ঠ বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস ।
ষষ্ঠ বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস ।
চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই। পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল। ষষ্ঠ বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস।
মাধ্যমিকে প্রথম কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাঝি। দেবদত্তা মাঝির প্রাপ্ত নম্বর ৬৯৭। মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল ও মালদার রিফত হাসান সরকার।
দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১।
তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ, মার্টিন হাসান, অর্ঘ্যদীপ সাহা।
চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই।
পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল।
ষষ্ঠ বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস।
প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী । প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। স্কুল, ৬৯৭ পেয়েছে৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে।
প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র।
১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র।
প্রথম বিভাগে পাস করেছেন ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।
পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ।
- দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা
- পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর
- পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ
মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে । পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।
প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল
পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র।
সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com-এ।
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ।
ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
পরীক্ষা শেষের ৭৫ দিন পর আজ মাধ্যমিকের রেজাল্ট। রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই বেলা ১২টা থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com-এ। url টাইপ করে এন্টার বাটন প্রেস করলেই খুলে যাবে পেজ।
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
প্রকাশিত হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বেলা ১২টা থেকে মাধ্যমিরকের রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর ও জন্ম তারিখ।
পরীক্ষা শেষের আড়াই মাসের মাথায় ১৯ মে প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রীর ট্যুইটের পর বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বেলা ১২টা থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
প্রেক্ষাপট
কলকাতা : ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ (WB Madhyamik Results 2023), গত ১৭ মে ট্যুইট করে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে । মাধ্যমিকের ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Exam 2023)। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল ।
পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। এবিপি আনন্দের ওয়েবসাইট থেকেই জানুন পরীক্ষার ফলাফল। জেনে নিন কোথায় কোথায় দেখা যাবে ফল।
- http://bengali.abplive.com/exam-results/wb-madhyamik-result-5f083b11d6944.html
- হাতের কাছে রাখবেন নাম, রোল নম্বর। এই লিঙ্কে ক্লিক করে তথ্য দিলেই পেয়ে যাবেন ফল।
- এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -