কৌশিক গাঁতাইত, আসানসোল : মিশ্র ভাষাভাষীর শিল্পশহর আসানসোলে আজ পুরভোট। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী।


সাতসকালে ভোট শুরুর আগেই আসানসোলে অশান্তির খবর পাওয়া গিয়েছে। অনুষ্ঠান বাড়িতে বহিরাগতদের রাখার অভিযোগে বিজেপি বিক্ষোভ দেখায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থী প্রসেনজিৎ মণ্ডল ও শুভাশিস দাসকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।


অন্যদিকে, আসানসোল দক্ষিণ থানা এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুরের ঘনিষ্ঠ এক বিজেপি কর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি। আসানসোলের ৩৩ নম্বর ওয়ার্ডে রানিগঞ্জের ৮ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল প্রার্থী ও তাঁর এজেন্ট আসার আগেই সিপিএম প্রার্থীর এজেন্টকে নিয়ে মক পোল শুরু করে দেওয়ার অভিযোগ উঠল সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এর জেরে ভোট শুরু করতে বাধা দেন তৃণমূল প্রার্থীর এজেন্ট। মিনিট পনেরো বন্ধ থাকে ভোটগ্রহণ। সেক্টর অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 


বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ। এরই মধ্যে গতকাল লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে আবার কোনও বুথই স্পর্শকাতর নয়। এরপরও মোতায়েন প্রায় সাড়ে ৭০০ পুলিশ। 


কড়া নিরাপত্তার চাদরে মোড়া উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। ৪৭টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার ১৭ শতাংশ বুথ স্পর্শকাতর। মোতায়েন থাকবে ২ হাজারের বেশি পুলিশ কর্মী। নিরাপত্তার সার্বিক দায়িত্বে আইপিএস ভি পি সিং।