West Bengal Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপেডেটে চোখ রাখুন...
LIVE

Background
আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একই সঙ্গে দুটো দায়িত্ব সামলাবেন তিনি। আজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাঁকে অভ্যর্থনা জানান। দায়িত্ব নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণ করা তাঁর অগ্রাধিকার এবং সবপক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করবেন।
SIR ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছাড়ছেন পরিচারিকারা। গৃহকর্ত্রীদের অনেকেই বলছেন, কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন তাঁদের গৃহসহায়িকারা। আর এতেই প্রশ্ন উঠছে, SIR ঘোষণা হতেই হঠাৎ করে কেন উধাও হয়ে যাচ্ছেন তাঁরা? পিছনে কি তাহলে অন্য কোনও কারণ? এরই সঙ্গে অনেকেই আবার নথি জমা দেওয়া নিয়ে রয়েছেন আশঙ্কায়।
নবান্নে মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবার সেই বৈঠকে SIR- এর কাজ নিয়ে মন্ত্রীদের নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিন বন্দে মা তরমের দেড়শো উদযাপনে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার হুগলির ডানকুনিতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, ৩ দিন আগে এলাকায় SIR নিয়ে মিটিং হয়। তারপর থেকেই চিন্তায় ছিলেন বছর ৬০-এর হাসিনা বেগম। ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনমের দাবি, SIR নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে হাসিনা বেগমের। তৃণমূলের দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
উলুবেড়িয়ায় সরকারি মেডিক্য়াল কলেজে জুনিয়র ডাক্তারকে নিগ্রহ ও SSKM-এ এক নাবালিকা রোগীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। সোমবার সেই উলুবেড়িয়ার সরকারি মেডিক্য়াল কলেজ ও SSKM-এ গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য় অর্চনা মজুমদার। রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি, উলুবেড়িয়াকাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসাও অবশ্য় শোনা যায় জাতীয় মহিলা কমিশনের সদস্য়ের গলায়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে নদিয়ায় ফের অভিযান চালাল ED। আটক করা হল ৩ জনকে। চাকদায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে তল্লাশি অভিযান চালানো হল রুবির পাসপোর্ট অফিসের সামনে অনলাইন আবেদনকেন্দ্রেও।
কোচবিহার ১ ব্লকের পর এবার তুফানগঞ্জেও 'আক্রান্ত' বুথ লেভেল এজেন্ট । সিপিএমের BLA-কে প্রশিক্ষণ শিবির থেকে বের করে দেওয়ার অভিযোগ । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসক দলের । তুফানগঞ্জ ১ ব্লক অফিসে BLA প্রশিক্ষণ শিবিরে উত্তেজনা। মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের সিপিএমের ।
WB News Live: SIR ইস্যুতে কলকাতায় তৃণমূলের মেগা মিছিল, রেড রোডে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়
SIR ইস্যুতে কলকাতায় তৃণমূলের মেগা মিছিল। রেড রোডে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live Update: উলুবেড়িয়ায় যুবকের মৃত্যু, SIR আতঙ্কে আত্মঘাতী, দাবি পরিবারের
ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এবার উলুবেড়িয়ায়। উলুবেড়িয়ায় যুবকের মৃত্যু, SIR আতঙ্কে আত্মঘাতী, দাবি পরিবারের। বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। মৃত জাহির খান দিনমজুরি করতেন।






















