পূর্ব মেদিনীপুর: এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে মিলল প্রায় ৭ কোটি নগদ। উদ্ধার ৭ কোটি টাকা-সহ কয়েক ভরি সোনার গয়না। এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। গতকাল দুপুর থেকে এগরার বাড়ি ও কলকাতার ফ্ল্যাটে চলছে তল্লাশি।এর আগে আর্থিক দুর্নীতির অভিযোগে ধূপগুড়ি পুরসভায় বদলি করা হয়েছিল অভিযুক্তকে।


লেক মার্কেটের আবাসনে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। যা মনে করিয়ে দিচ্ছে দিচ্ছে অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধারের বিরল ছবির কথা। শুধু তাই নয়, তার পরও রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। কখনও তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি, কখনও বা উদ্ধার করেছে রাজ্য পুলিশ। ডিয়ার লটারির মালিকের সংস্থা থেকে পাওয়া অনুদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে তৃণমূল। তারপর তামিলনাড়ুর শাসক দল DMK. তারপর অন্ধ্রপ্রদেশের সদ্য় প্রাক্তন শাসক দল YSR কংগ্রেস। এরপরই বিজেপি কংগ্রেসকে এই লটারি সংস্থা দিয়েছে ৫০ কোটি। অর্থাৎ কম বেশি বহু রাজনৈতিক দলই টাকা পেয়েছে লটারির মালিক থেকে। 


কিন্তু অবাক করা বিষয় হল, একটা সময় এক পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কেঁপেছিল যে বাংলা। দু বেলা পেট ভরে খাওয়ারে জন্য় খাদ্য় আন্দোলনে উত্তাল হয়েছিল যে বঙ্গ। রেশন আন্দোলন অগ্নিগর্ভ হয়েছে যে ভূমি। আজ সেই বাংলাতেই যেন টাকা উড়ছে! কোথাও লক্ষ লক্ষ, কোথাও কোটি কোটি। টাকা গোনার মেশিন আসছে! টাকা গোনা হচ্ছে! কোথাও ঘরের মধ্য়ে টাকা। কোথাও আলমারির মধ্য়ে টাকা। কখনও টাকা উদ্ধার করতে ট্রাঙ্ক লাগছে! কখনও গাড়ির মধ্য়ে টাকা পাওয়া যাচ্ছে!


যে বাঙালি চাঁদের পাহাড়ের সঙ্গে পরিচিত, গত প্রায় আড়াই বছর আগে সেই বাঙালির প্রথম পরিচয় হয় টাকার পাহাড়ের সঙ্গে। ২০২২ এর জুলাইয়ে,নিয়োগ-দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্য়াটে হানা দেয় ইডি। উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা। বের করা হয় একের পর এক টাকা ভর্তি ট্রাঙ্ক। এরই সঙ্গে ইডি আধিকারিকদের হাতে এসেছিল অর্পিতার গয়নার ভাণ্ডার। বেড রুম, শৌচাগারের ক্যাবিনেটে থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট।


আরও পড়ুন, ইসকনের ভক্ত হওয়ায় হুমকি বাংলাদেশে, অত্যাচারের ভয়ে এপারে পালিয়ে এল এক নাবালিকা !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।