পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মে মাসে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। কিন্তু, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার মতিগতি বোঝা দায়। তাই আগেভাগেই প্রস্তুত কলকাতা পুরসভা ও লালবাজার।


ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি: কথায় বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আবার একটা মে মাসে যখন ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি মাথাচাড়া দিচ্ছে, তখন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় রেখে সতর্ক পুলিশ-প্রশাসন-পুরসভা। ২০২০ সালে আমফান, ২০২১ সালে ইয়াস আছড়ে পড়েছিল রাজ্যে। আমফানের তাণ্ডবে উপকূলবর্তী জেলার পাশাপাশি লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা। বহু জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ হয়েছিল শহর।প্রায় এক সপ্তাহ বিদ্যুৎহীন ছিল কলকাতার বিভিন্ন এলাকা। তার জেরে তৈরি হয়েছিল দুর্বিষহ পরিস্থিতি।


এবার ঘূর্ণিঝড় মোকা ধেয়ে এলে কী হবে কলকাতার? সম্ভাব্য সাইক্লোনকে ঘিরে এখনও পর্যন্ত আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে, তার সবটাই আন্দামান-নিকোবর কেন্দ্রিক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। কিন্তু আবহাওয়ার মতিগতি বুঝে ওঠা দায়। যে কোনও মুহূর্তে তা বদলে যেতে পারে।  সেকথা মাথায় রেখে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা ও লালবাজার। ২৪ ঘণ্টা খোলা কলকাতা পুরসভার কন্ট্রোলরুম।


কলকাতা পুরসভার কন্ট্রোলরুম নম্বর হল ২২৮৬-১২১২-১৩১৩-১৪১৪ । কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। রবিবার থেকে লালবাজারেও খোলা হয়েছে কন্ট্রোলরুম। তার নাম রাখা হয়েছে, ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম। আবহাওয়া দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে এই কন্ট্রোলরুম। এখানে পুলিশের সঙ্গে কাজ করছে একাধিক বিভাগ। লালবাজারের কন্ট্রোলরুমে রয়েছেন কলকাতা পুরসভার একজন কর্মীও। লালবাজারের কন্ট্রোলরুমের হোয়াটসঅ্যাপ নম্বর হল – ৯৪৩২৬১০৪৫০। ল্যান্ডলাইন নম্বর -২২১৪-১৮৯০, ২২৫০-৫০৩৩, ২২৫০-৫০৪৪, ২২৫০-৫১৪৬।


ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাল সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মোকা-র পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। অন্যদিকে, মোকা-র প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।



আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!