কলকাতা: পুজোর ২ দিন আগে নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসি চেহারা নিয়েছে। কোথাও কোমর সমান জল, কোথাও আবার হাঁটু পর্যন্ত। প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গেছে। বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মাণ স্টল। কোথাও আবার বিজ্ঞাপনের গেট।
ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর, পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'এত বছরে এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি। ৫-৬ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের উপর বৃষ্টি- এটা একটা ভয়াবহ অবস্থা। এর আগে কখনও এমনটা হয়নি। টানা বৃষ্টিতে সমুদ্রও উত্তাল, নদীও ধারণের সর্বোচ্চ সীমায়। ফলে আমাদের নদীর সঙ্গে সংযুক্ত যে ক্যানাল তা জলে এমনিতেই ভরে রয়েছে। পুরসভার থেকে লক গেট খুলে জল বের করার চেষ্টা করা হয়েছে কিন্তু জল পুনরায় বাউন্স ব্যাক করছে। আমি কলকাতাবাসীকে বলব আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরবেন না। এই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এসেছে। পোর্টেবল পাম্প বসিয়ে জল বের করার কাজ করছে পুরসভা।'
উৎসবের শহরে দুর্যোগে দুর্বিপাকে ৭ জনের মৃত্যু! জলমগ্ন কলকাতায় পথে পথে মৃত্যুফাঁদ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ৭ জনের। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে খবর, জলমগ্ন রাস্তায় ব্যালান্স হারিয়ে বাতিস্তম্ভে হাত দিয়েছিলেন সাইকেল আরোহী বাবু কুণ্ডু। তখনই ঘটে যায় অঘটন। বেনিয়াপুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। কালিকাপুর ক্রসিংয়ের কাছে বছর পঞ্চান্নর এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দর সিং নামে এক প্রৌঢ়ের। অন্যদিকে, হরিদেবপুরের একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুর খবর মিলেছে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, জল-বিভীষিকার প্রথমা। রবিবার বোধন। তার আগে বৃষ্টির দাপটে বিশবাঁও জলে পুজোপ্রস্তুতি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, উদ্বোধনের পর জলে ডুবে পুজোমণ্ডপ। প্যান্ডেলে রঙের পোচ ধুয়ে মুছে সাফ।