Hooghly Weather Update: আজ হুগলি জেলায় আবহাওয়া (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন। আজ হুগলিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। ফলে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে আজ। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দিনের বেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২৪ কিলোমিটার। রাতে হাওয়ার গতিবেগ করে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার হতে পারে।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় হবে সকাল ৫টা ২১ মিনিটে। আর সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৬ মিনিটে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ । যার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
শনিবার দক্ষিণবঙ্গের ৩ জেলা- দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (East and West Medinipore) ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া (Howrah) জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার (Kolkata) কিছু অংশ, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ ও উত্তরবঙ্গের (North Bengal) এক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নদিয়া, পুরুলিয়ায় বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে।
লাল সতর্কতা মৎসজীবীদের জন্য
মৎজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছেন আবহবিদরা। পাশাপাশি আগামীকালের মধ্যে গভীর সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।