বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ২৮ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ১০ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- রোদ ঝলমলে আকাশ


বাতাস- ৮ কিমি/ঘণ্টা


আর্দ্রতা - ৪৯ শতাংশ


সূর্যোদয়- সকাল ৬টা ২২ মিনিট


সূর্যাস্ত- ৫টা ১২ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ (Clear Sky)। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার।


বঙ্গের আবহাওয়া-


মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। 


পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। তার আগেই দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। জমে উঠেছে মেলা চত্বর। তৎপর পুলিশ, প্রশাসন। মেলা চত্বরে সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি। মকর সংক্রান্তির স্নানের আগে এবার সাময়িক বিরতি নিয়েছে শীত। হাওয়া বদলের জেরে মকর স্নানের সময় কনকনে ঠান্ডা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার অবশ্য পারদ কিছুটা নেমেছে। তা বলে রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া।
তার হাত ধরে ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।