সঞ্চয়ন মিত্র, কলকাতা : আবহাওয়ার (Weather) খামখেয়ালিপণা অব্যাহত। গতকাল পারদ নামলেও, আজ ফের বাড়ল তাপমাত্রা। একরাতে প্রায় তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা। রাজ্যে কুয়াশার পূর্বাভাস। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে তাপমাত্রা ওঠানামা করবে বলে জানা গেছে। তারপর শীতের (Winter) আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে, এমনই অনুমান আবহাওয়া দফতরের।


দার্জিলিং ও কালিম্পং-এ (Darjeeling and Kalimpong) হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা (Forecast of Dense Fog of Coochbehar and Alipurduar)। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা। ভোররাতে ও সকালের দিকে কুয়াশা থাকলেও, পরে পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে।


আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়। মঙ্গলবার ফের নিম্নমুখী হবে পারদ। ১৫ ফেব্রুয়ারির পর তাপমাত্রা আর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকবে না।


কলকাতায় সকালে সামান্য কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।


কলকাতায় বৃহস্পতিবার ২০ ডিগ্রির ওপর ছিল পারদ। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ( Lowest Temperature ) ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এরপর একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির আশেপাশে হয় গতকাল। শুক্রবার সকাল শুরু হয় কুয়াশা দিয়ে । সর্বোচ্চ ( Highest Temperature ) ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৮ ডিগ্রির আশেপাশে।


খামখেয়ালি আবহাওয়া : কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ শেষ হতে চললেও, গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার সেই আমেজ নেই। রাজ্যে আজও ঊর্ধ্বমুখী পারদ। গতকালের থেকে সামান্য বাড়ল তাপমাত্রা।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ফিরতে পারে শীতের আমেজ। এরপর তা ধীরে ধীরে উধাও হবে। এভাবেই কার্যত বিদায় নেবে শীত।


আরও পড়ুন ; ফের আবহাওয়ার ভোলবদল, এক ধাক্কায় আজ প্রায় ৪ ডিগ্রি নামল পারদ