কলকাতা: আজ বুধবার ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ? কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ? যাবতীয় আপডেট নিয়ে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Office)।
ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কোথায় কোথায় ?
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা লখনউ, গয়া, মালদা হয়ে নাগাল্যান্ডের দিকে। এর সঙ্গে কিছু উত্তরবঙ্গের এলাকাও রয়েছে। ফলে আগামী ৫ দিনে উত্তরবঙ্গের সমস্ত এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের লাগোয়া জেলাগুলি বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং আজ এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে এখনও ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি, উত্তরবঙ্গে কী পরিস্থিতি ?
মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমারও সম্ভাবনা রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, তার সঙ্গে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা থাকলেও, দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম পরিমাণে হবে। উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। প্রবল বর্ষণে জমতে পারে জলস্তরও। ভূমিধসের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই বুলেটিন নিয়ে ধারাবাহিক আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, বালিগঞ্জকাণ্ডে হস্টেলে গিয়ে সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ পুলিশের
আজ থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাবে দক্ষিণবঙ্গে
মূলত, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল, তা ইতিমধ্য়েই অনেকাংশে মিলে গিয়েছে। কারণ ১৮ তারিখের পর বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস এসেছিল। আর সেই সম্ভাবনা মিলিয়েই আজ ২১ তারিখ অবধি কম পরিমাণ বৃষ্টির দিকেই পরিস্থিতি গিয়েছে বলে দাবি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। একদিন আর্দ্রতাজনতি অস্বস্তি থাকলেও ২৩ তারিখ থেকে একটু আবহাওয়ার পরিস্থিতি বদলাবে। ২৪ অগাস্ট এবং ২৫ অগাস্ট বৃষ্টি একটু বেশি হবে দক্ষিণবঙ্গে। এবং কিছু পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ২৬ তারিখেও রয়েছে। তবে প্রধানত ২৪ এবং ২৫ অগাস্ট, এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।