সঞ্চয়ন মিত্র, কলকাতা : দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জায়গায় স্বস্তির বৃষ্টি (Rain)। তীব্র দাবদাহের (heatwave) দহন থেকে কিছুটা স্বস্তি। দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া (howrah), হুগলিতেও (hooghly) বৃষ্টি। বেশ কিছু জায়গাতে ঝড়ও হয়েছে।


আলিপুরে ১১.৩ মিলিমিটার ও দমদমে ২৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department) সূত্রে খবর। পাশাপাশি সন্ধে ৭টা ২৩ মিনিট কলকাতায় সর্বোচ্চ ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। আগামীকালও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।  পাশাপাশি সোমবার থেকে তীব্র গরম থেকে মুক্তি মিলতে পারে বলেই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।


কেমন থাকবে আবহাওয়া


কালও দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পাশাপাশি ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। পাশপাশি আজ থেকে বুধবার পর্যন্ত রাজ্যে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা।


হাওয়া অফিসের পূর্বাভাস


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন। অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


এদিকে, ইতিমধ্যেই দার্জিলিংয়ে বৃষ্টি শুরু হয়েছে। ধারাপাত কার্শিয়াংয়েও (Rainfall)। অন্যদিকে, ধীরে হলেও দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখীও। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন- আগামী ৪ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে হতে পারে শিলাবৃষ্টি