সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
Day | Min | Max | Icon | Text |
---|---|---|---|---|
12 Oct | 26.0 | 31.0 | মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা | |
13 Oct | 26.0 | 31.0 | মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা | |
14 Oct | 25.0 | 30.0 | মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা | |
15 Oct | 26.0 | 32.0 | মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা | |
16 Oct | 26.0 | 32.0 | মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা | |
17 Oct | 25.0 | 29.0 | মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা | |
18 Oct | 24.0 | 28.0 | মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা |
আবহাওয়ার আপডেট: দুর্গাপুজোর পর কালীপুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। বর্ষা বিদায়ের আগে মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কা। ১৫ অক্টোবর প্রথম ও ২০ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।
আলিপুরদুয়ারে ধস: এদিকে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন।আজ ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপছে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি। ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিক। রাস্তা মেরামতির তোড়জোড় চলছে।