সঞ্চয়ন মিত্র, কলকাতা : দুয়ারে হেমন্ত। গত সপ্তাহ থেকেই শীতের আমেজ রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু। দিনের তাপমাত্রা বাড়লেও, কমছে রাতের তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বাংলা জুড়ে। কবে আসবে শীত? উত্সবের মরসুম শেষের মুখে। এখন এটাই প্রশ্ন নভেম্বরের শুরুতে হিমেল পরশ গায়ে মাখা রাজ্যবাসীর।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের খবর, তাপমাত্রা কমবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। বৃহস্পতি - শুক্রবার নাগাদ দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হবে সিকিমেও। তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
শহরের আবহাওয়া
কলকাতায় পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধেয় হালকা শীতের আমেজ রয়েছে । মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। আলিপুরে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস।
পার্বত্য এলাকার আবহাওয়া
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান। খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিংপং এর পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার বা শুক্রবার খুব হালকা বৃষ্টি হতে পারে, তাও বিক্ষিপ্তভাবে । তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে সিকিমে।
সিকিমের দু এক জায়গায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে এবং তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী চার পাঁচ দিন।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে। তবে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা কার্যত একই রকম থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। সকালে ও সন্ধেয় শীতের আমেজ বজায় থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ বেশি অনুভূত হবে ।