কলকাতা : নতুন বছরের প্রথম দিন ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন ভোর, বেলা গড়ালে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আগামী কয়েকদিন এ রকমই থাকবে আবহাওয়া। শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।


দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


রাজ্যে বিগত ৩দিনের আবহাওয়া-



  • গতকাল কুয়াশার কম্বলে মোড়া ছিল ভোর। বেলা গড়াতে আকাশ পরিষ্কার হয়। পারদ সামান্য উর্ধ্বমুখী হলেও, তা ১৪-র ঘরেই ঘোরাফেরা করে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 

  • তার আগের দিন নামে পারদ। ওইদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 

  • তার আগের দিন ফেরে শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানায়, বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই।


জবুথবু উত্তর ভারত-


এদিকে হাড়কাঁপানো ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছিল বঙ্গে। দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক এই আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছিল। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা।