ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ফের করোনা ( coronavirus ) আক্রান্ত রোগীর মৃত্যু। পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত ছিয়াত্তর বছরের এক বৃদ্ধের। রাজ্যে এই নিয়ে দু'জন করোনা ( covid 19 ) আক্রান্ত রোগীর মৃত্যু হল।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা, লিভার ক্যানসারে ( Liver Cancer ) আক্রান্ত ওই বৃদ্ধ ফুসফুসে সংক্রমণ নিয়ে গত তিরিশে ডিসেম্বর পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সোমবার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। সম্প্রতি, রাজ্যে যে দু'জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, তাঁদের শরীরে কোভিডের নতুন উপপ্রজাতি জেএন ডট ওয়ানের অস্তিত্ব ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যে মোট করোনা সংক্রমণ
কোভিড ভাইরাসের যে নতুন সংক্রমণ মাথাচাড়া দিয়েছে, তাতে গতকাল পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১৮৯ জন। গত সোমবার নতুন করোনা আক্রান্ত হিসেবে ১১ জনকে চিহ্নিত করা হয়।
দেশে মোট করোনা সংক্রমণ
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে,আগের ২৪ ঘণ্টায় ভারতে এক দিনে ৬০৫ জন নতুন করে কোভিড -১৯ আক্রান্ত হয়েছিলেন। সেইসঙ্গে চারজন কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবারের হিসেবে সারা দেশে সক্রিয় করোনা সংক্রমণের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০০২ জন। গত বছরের ৫ ডিসেম্বর থেকে, JN.1 সাব-ভ্যারিয়েন্ট ফের দাপট দেখানো শুরু করেছে। তবে আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হলে তবেই জানা যায়, তিনি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাই মোট আক্রান্তের মধ্যে কত রোগী JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত , তা জানা যায়নি। অনেকে মনে করছেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ভাইরাসের দাপট বাড়তে পারে।
JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ভাবাচ্ছে যে উপসর্গগুলি , তা হল -
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে,
- নতুন কোভিড ভ্যারিয়েন্টের লক্ষণগুলি হালকা থেকে মাঝারি ।
- জ্বর, সর্দি, গলা ব্যথা এবং মাথাব্যথা হতে পারে।
- বেশিরভাগ রোগীর upper respiratory অংশে সমস্যা দেখা দিচ্ছে।
- সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতিও হচ্ছে।
- খিদে কমে যেতে পারে।
- ক্রমাগত বমি বমি ভাব হতে পারে।
- JN.1 রূপের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হল চরম ক্লান্তি।
- অত্যধিক ক্লান্তি এবং পেশীর দুর্বলতা
- কোনও কোনও ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাও দেখা যেতে পারে। যা থেকে হজমের সমস্যা হতে পারে।
আরও দেখুন :
৪ বছরের ছেলেকে মেরে স্যুটকেসে ভরে হোটেল থেকে বেরিয়ে গেল মা ! চাপ চাপ রক্ত দেখে পুলিশের জালে