কলকাতা:  রাজ্যে দৈনিক মৃত্যু ফের তিরিশ পার। একদিনে মৃত ৩৪ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮০৫ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে মৃত ৯ জন। কলকাতায় একদিনে মৃত ৮ জন, আক্রান্ত ৪৮১ জন। 


রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৭৬৭। মোট করোনা মুক্তের সংখ্যা ১৯ লক্ষ ২০ হাজার ৪২৩। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৫১৫। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৫ হাজার ৭২৯। 


অন্যদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল দৈনিক মৃত্যু।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬ লক্ষ ২২ হাজার ৭০৯। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯২ হাজার ৩২৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ১৫ দশমিক ৮৮ শতাংশ।  


এদিকে, ওমিক্রনের উপ প্রজাতি হানার মাঝেই এবার মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS)-এর একটি প্রজাতির আর্বিভাব হল চিনে। যে রূপের নাম ‘নিওকোভ’ (NeoCov)। চিনা বিজ্ঞানীদের দাবি, এই প্রজাতির মারণক্ষমতাও তুলনামূলক ভাবে বেশি। চিনের বিজ্ঞানীরা NeoCoV সম্পর্কে সতর্কতা জারি করেছেন ইতিমধ্যেই। 


২০১২ এবং ২০১৫ সালে প্রথম এই প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে এর খোঁজ মেলে। বৃহস্পতিবারই রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’-তে এ বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। গবেষণায় আবিষ্কার করা হয়েছে যে NeoCoV এর নিকটাত্মীয় হল করোনা। বাদুড়ের দেহে যেমন অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম 2 (ACE2) ব্যবহার করে এটি প্রবেশ করে। তেমনই মানবদেহে ACE2 ব্যবহার করে প্রবেশ করতে পারে এই ভাইরাস। রাশিয়ান ওয়েবসাইট স্পুটনিকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, প্রতি তিন সংক্রমিতের এক জনের মৃত্যু হতে পারে ‘নিওকোভ’- এ। উহানের একটি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র।