কলকাতা: রাজ্যে গতকালের তুলনায় কিছুটা বাড়ল করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ (West Bengal Daily Coronavirus Cases Updates)। তবে কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য় দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তর সংখ্য়া ৪৩৯। গতকালের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৪৮ জন। সব মিলিয়ে অতিমারী শুরুর পর থেকে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১২ হাজার ০০৮।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৩৬০ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৮১ হাজার ২৩৮ জন।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮। গতকালের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ২১। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৯,৯৬১। গতকালের তুলনায় তা ৯৩৯ জন কম।
রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ। মৃত্যু হার ১.০৫ শতাংশ।
গত একদিনে করোনার ৩৭ হাজার ২১৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারিতে রাজ্যে পজিটিভিটি হার ১.১৮ শতাংশ।
রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যার নিরিখে শীর্ষ স্থানে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৯৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৫৮। দৈনিক মৃতের সংখ্যাও বেশি উত্তর ২৪ পরগনায়। সেখানে গত একদিনে মৃত ৩। কলকাতায় এই সংখ্যা ১।
দক্ষিণ ২৪ পরগনায় গত একদিনে আক্রান্তর সংখ্যা ২৬। হাওড়ায় এই সংখ্যা ১৫, হুগলিতে ১৬। পূর্ব বর্ধমানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৫, পশ্চিম বর্ধমানে এই সংখ্যা ১৫। পশ্চিম মেদিনীপুরে যেখানে গত একদিনে আক্রান্তর সংখ্যা ১৫, সেখানে পূর্ব মেদিনীপুরে আক্রান্তর সংখ্যা ৬। ঝাড়গ্রামে এই সংখ্যা ৩, বাঁকুড়ায় ৬, পুরুলিয়ায় ১। বীরভূমে দৈনিক আক্রান্তর সংখ্যা ২৪।
আলিপুরদুয়ারে দৈনিক আক্রান্তর সংখ্যা ১৭, কোচবিহারে ১০ এবং দার্জিলিংয়ে ২৫। কালিম্পংয়ে এই সংখ্যা ৭। জলপাইগুড়িতে দৈনিক আক্রান্তর সংখ্যা ১৮। মালদায় এই সংখ্যা ১৬, নদিয়ায় ২৮। দক্ষিণ দিনাজপুরে ১২, উত্তর দিনাজপুরে ৬।