কলকাতা: রাজ্যে আজও আটশোরই উপরে করোনার (Corona) সংক্রমণ। রাজ্যে সরকারের বুলেটিন (WB Health Bulletine) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮১৭ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা (West Bengal Covid Update) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০৮,৯৫০ জন। এ দিন রাজ্যে করোনায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৪,৮০৫ জন। যা গতকালের তুলনায় ৫৯০ জন কম।


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজ্যে দৈনিক মৃতুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৩৩ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে ৪ জনের মৃত্যুর পাশাপাশি ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। পশ্চিন বর্ধমানে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু, ৩৫ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৩ জনের মৃত্যু, ৩০ জন সংক্রমিত।


 






আজ রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৩৮১ জন। সবমিলিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠে বাড়ি ফিরেছেন ১৯,৭৩,২০৭ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।


উল্লেখ্য, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো পার। তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২১৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭১ হাজার  ৩৬৫। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬০ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬ হাজার ৫২০ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৪৪ শতাংশ।