ঝিলম করঞ্জাই, রুমা পাল এবং জয়ন্ত পাল, কলকাতা: দাবি ছিল বকেয়া পঁয়ত্রিশ শতাংশ ডিএ (DA) দিতে হবে। কিন্তু, বাজেটে তিন শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। এতেই ক্ষোভ উগরে দিল আন্দোলনকারী সরকারি কর্মী ও পেনশনারদের সংগঠনগুলো। ডাক দেওয়া হয়েছে, বিধানসভা অভিযানেরও।


বাজেট রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৩ শতাংশ হারে DA-র ঘোষণা করলেন অর্থমন্ত্রী।  DA-ঘোষণা হতেই বিধানসভায় জয়-বাংলা স্লোগান দেন তৃণমূলের বিধায়করা। এরপরই শুভেনদু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে যান। প্রসঙ্গত, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ।


এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে এদিন কলকাতায় মিছিল করেন তাঁরা। শহিদ মিনার সংলগ্ন মাঠে মিছিল করা হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। অনেকেই বলেছেন, 'এই দয়ার দান আমাদের চাই না, ক্ষোভ আমাদের আরও বেড়ে গেল'।                                                                                                                                      


আরও পড়ুন, 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার


যদিও, এর, উল্টোছবিও আছে। DA-বৃদ্ধিতে বিধানসভায় আবীর খেলতে দেখা যায় সরকারি কর্মীদের একাংশকে। তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে DA-বৃদ্ধিকে স্বাগত জানানো হয়েছে।


অন্যদিকে, DA-সহ একাধিক দাবিতে, ১৭ ফেব্রুয়ারি, বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। রাজ্যপালের কাছেও, ডেপুটেশন দেবে তারা। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা।