সন্দীপ সরকার, কলকাতা : হাসপাতালে অফিস খুলে বসে থাকা বেসরকারি সংস্থা থেকে ঋণ (Loan) নিয়ে বিল মিটিয়েও রক্ষে নেই ! বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতে রাত দেড়টায় রোগীর বাড়িতে হাজির পুলিশ (Police) ! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শহরের একটি নামী হাসপাতালের (Hospital) বিরুদ্ধে। একদিনের মধ্যে ওই ঋণ পাইয়ে দেওয়ার অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন (Health Commission)। 


চিকিৎসার বিল মেটানোর ক্ষমতা নেই রোগীর পরিবারের। হাসপাতালেই মুশকিল আসান ! হাজির বেসরকারি ঋণদানকারী সংস্থা। চিকিৎসা করাতে এসে ঋণের ফাঁদে পরিজনরা। অভিযোগ, কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে চলছে চিকিৎসার জন্য ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা। হাসপাতালে রীতিমতো অফিস খুলে চলছে এই ব্যবস্থা। 


রাজ্যের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, সম্প্রতি এরকম অভিযোগ জমা পড়ে শহরের এক নামী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাতে টাকা না থাকায়, ঋণ নিয়ে হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফেরেন পরিজনেরা। অভিযোগ টাকা মেটানোর পরেও রোগীর পরিবারকে হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতে রাত দেড়টায় বাড়িতে যায় পুলিশ ! গুরুতর এই অভিযোগ উঠেছে বুধবার সেই মামলার প্রথম শুনানি ছিল। 


অভিযুক্ত বেসরকারি হাসপাতালকে একদিনের মধ্যে ঋণ পাইয়ে দেওয়ার অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। বন্ধ না হলে দেওয়া হয়েছে গুরুতর পদক্ষেপের হুঁশিয়ারি।


এদিকে, মাসদুয়েক আগেই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়েছে এবং ১৫ কিলোমিটারের মধ্যে বাড়ি, এমন কোনও রোগীর মৃত্য়ু হলে, হাসপাতাল থেকে দেহ নিয়ে যেতে কোনও টাকা নেওয়া যাবে না বলে জানানো হয়েছিল।


কয়েক মাস আগেই বেসরকারি হাসপাতালে (Private Hospital) 'বেলাগাম' বিল, রাশ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে চিকিৎসার খরচ বাঁধতে পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য। ইনডোর-আউটডোরে কোন রোগের চিকিৎসায় সর্বোচ্চ কত খরচ ? খরচের ঊর্ধ্বসীমা বাঁধতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে নবান্ন। সরকার গঠিত কমিটিতে ৪ চিকিৎসক, স্বাস্থ্য দফতরের আধিকারিক। 


                                                  


আরও পড়ুন- নখ দেখলেই বোঝা যাবে আপনার কোনও শারীরিক সমস্যা রয়েছে কি না?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial