West Bengal Live Blog: দক্ষিণেশ্বরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদ করায় তরুণীকে বেধড়ক মারধর
West Bengal Live Updates: কালীমূর্তি ভাঙাকে ঘিরে রণক্ষেত্র কাকদ্বীপ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। দোষীদের কাউকে রেয়াত নয়, আশ্বাস রাজ্য পুলিশের।
LIVE

Background
কলকাতা: SIR নিয়ে তৎপরতার আবহেই অন্তত ৬০০ জন অনিচ্ছুক BLO-কে শোকজ করল নির্বাচন কমিশন। চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কারণ দেখাতে না পারলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। পাল্টা BLO-দের বক্তব্য়, শাসক ও বিরোধীদের বাগযুদ্ধের মাঝে পড়ে তাঁরা আতঙ্কিত! তাঁদের দাবি, নিরাপত্তা দেওয়া হোক।
SIR আবহে সীমান্তবর্তী জেলাগুলিতে চিন্তার ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি এই ২ জেলা বাদে শেষ হয়েছে সবজায়গায় ম্যাপিংয়ের কাজ। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, কোচবিহার, পশ্চিম বর্ধমানে ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে ২০২৫-এর তালিকার অর্ধেকও মিলছে না বলে খবর। নির্বাচন কমিশনের যুক্তি হল- মৃত্যু, ঠিকানা বদল-সহ একাধিক কারণের ফলে ১০০ শতাংশ ম্যাপিং মেলা সম্ভব নয়।
দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। SIR-এর প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে কমিশনকে রিপোর্ট দিয়েছেন মুখ্য় নির্বাচনী আধিকারিকরা। বৃহস্পতিবার ফের বৈঠক হওয়ার কথা।
কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত কাকদ্বীপ। রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ছবি পোস্ট করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। প্রিজন ভ্য়ানে কালীমূর্তি, লজ্জায় মাথা নীচু হয়ে যাচ্ছে, মন্তব্য় সুকান্ত মজুমদারের। এখনও অধরা অভিযুক্তরা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে, বিবৃতি দিয়ে জানাল পুলিশ।
৭টি BMW কিনতে চেয়ে দরপত্র ডাকল লোকপাল। যার জন্য খরচ হবে প্রায় ৫ কোটি টাকা। সূত্রের দাবি, ২ সপ্তাহের মধ্যে ৭টি সাদা BMW যাতে দিল্লির বসন্তকুঞ্জের অফিসে পৌঁছে দেওয়া হয়, সে কথাও বলা হয়েছে নথিতে। লোকপালের এই লাক্সারি ইচ্ছে নিয়েই দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়।
দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন মূক ও বধির নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ। পরিত্যক্ত ইটভাটায় অচৈতন্য অবস্থায় উদ্ধার ১৫ বছরের নাবালিকার। এই ঘটনায় গ্রেফতার ১, পকসো ধারায় মামলা রুজু । পরিবারের দাবি, গত ১৯ তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পরিত্যক্ত ইটভাটা থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। দত্তপুকুর থানায অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে।
বোলপুরের লাউদহ গ্রামে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। লাউদহ গ্রামে অজয় নদ থেকে উদ্ধারের পর বোমাটি নিরাপদ জায়গায় রাখা হয়। এরপর বুধবার নিস্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। গভীর গর্ত করে বোমাটি পুঁতে দেওয়া হয়। উপরের অংশ বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়ে ছিল। তার পরে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা।
Kolkata News: এবার SSKM হাসপাতালে নাবালিকাকে 'যৌন হেনস্থা'!
এবার SSKM হাসপাতালে নাবালিকাকে 'যৌন হেনস্থা'!
ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার NRS হাসপাতালের কর্মী
অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করেছে ভবানীপুর থানা
ধৃত আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ-ডি পদে কাজ করত: পুলিশ
SSKM হাসপাতালেও যাতায়াত ছিল অভিযুক্ত অমিত মল্লিকের
কাজ করার সুবাদে SSKM হাসপাতালে ঢোকে অভিযুক্ত অমিত মল্লিক
বুধবার SSKM-এ ঢুকে নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যাওয়ার অভিযোগ
গতকাল ওপিডিতে চিকিৎসা করাতে আসে নাবালিকা: পুলিশ
সেইসময় নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারে নিয়ে যায় অভিযুক্ত: পুলিশ
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করেছে ভবানীপুর থানা
West Bengal Update: শিলিগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, কেন্দ্রকে চিঠি শঙ্কর ঘোষের
শিলিগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, কেন্দ্রকে চিঠি শঙ্কর ঘোষের
তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়কের
খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল বার্থ সার্টিফিকেট তৈরির চক্র, অভিযোগ শঙ্করের
খড়িবাড়ির বিএমওএইচ-কেও স্মারকলিপি বিজেপির






















