West Bengal Live Updates: দুপুরেই আঁধার, কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি, জারি কমলা সতর্কতা
West Bengal Live Blog: দুপুরেই আঁধার। কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি, জারি কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা।
LIVE

Background
কলকাতা: হাজরা মোড়ের কাছে এয়ারগান-সহ আটক, পরে মুক্তি । 'গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক। এয়ারগান-সহ কেন ঘোরাঘুরি? জানতে চায় পুলিশ', এয়ারগানের লাইসেন্স দেখানোর পরে ছেড়ে দেয় পুলিশ, খবর সূত্রের।
'এয়ারগান নিয়ে গতকাল সকালে দেবাঞ্জন নামে একজনের ঘোরাঘুরি। দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামে সল্টলেকের বাসিন্দাকে আটক করে পুলিশ। কালীঘাট থানায় আনার পরে ব্যাগ থেকে উদ্ধার হয় এয়ারগান। জিজ্ঞাসাবাদের মুখে শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য বলে জানায় দেবাঞ্জন। নিজেকে ডন বস্কো স্কুলের শিক্ষক বলে পরিচয় দেয় দেবাঞ্জন', জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে: পুলিশ। ব্যাগ থেকে গুলি-সহ এয়ারগান উদ্ধার, জিজ্ঞাসাবাদের পর মুক্তি। গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ, পরে ছেড়ে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আটক ব্যক্তি: পুলিশ সূত্র।
পুর নিয়োগে 'দুর্নীতি', দমকলমন্ত্রীর অফিস-রেস্তোরাঁ, ছেলের ধাবায় ED। ভোর থেকে লেকটাউন, নাগেরবাজার, সল্টলেক, কাঁকুড়গাছিতে তল্লাশি। প্রায় ৯ ঘণ্টা, সুজিত বসুর অফিস-রেস্তোরাঁয় এখনও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। উল্টোডাঙার কাছে গোলাঘাটায় সুজিত-পুত্রের বেঙ্গল ধাবাতেও ED। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ম্যারাথন তল্লাশি-অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। সুজিত 'ঘনিষ্ঠ' দঃ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি। দঃ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি-গোডাউনে তল্লাশি। কাঁকুড়গাছিতে অডিটর সঞ্জয় পোদ্দারের ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। পুর-নিয়োগ দুর্নীতি নাগেরবাজারে ব্যবসায়ী দীপক দে-র বাড়িতেই ED-র তল্লাশি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান ED-র। লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁর পর এবার নজর মন্ত্রীপুত্রর ধাবায়। গোলাঘাটায় দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের ধাবায় ED আধিকারিকরা। গোলাঘাটার কাছে বেঙ্গল ধাবায় ED অভিযান। অভিযান চালাচ্ছে ইডির তদন্তকারী অফিসাররা।
এর আগে ২০২৪-এর ১২ জানুয়ারি দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চালায় ED। প্রায় ১৪ ঘণ্টা ধরে মন্ত্রীর একাধিক বাড়িতে চলে তল্লাশি । মন্ত্রীর পরিবারের সদস্য়দেরও করা হয় জিজ্ঞাসাবাদ। 'সুজিত বসু যে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিয়োগ দুর্নীতি হয়েছে। সেইসময় পুরসভায় নিয়োগের সব বরাত পেত অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন', নিয়োগ দুর্নীতিতে উদ্ধার নথি, ডিজিটাল এভিডেন্সকে সামনে রেখে মন্ত্রীকে করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। অয়ন শীল, নিতাই দত্তের দেওয়া বয়ানকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুজিত বসুকে।
এর আগে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালায় ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২৩-এর ৫ অক্টোবর চালানো হয় তল্লাশি। সূত্রের দাবি, তল্লাশিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি উদ্ধার হয়। তল্লাশিতে উদ্ধার হয় পুরসভার অ্য়াপয়েন্টমেন্ট লেটার । নিতাই দত্তকে CGO কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি।
District News: মালদায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ
মালদায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। তোলা না দেওয়ায় টোট চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত টোটো-চালক।
Flood News: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রূপনারায়ণের বাঁধ ধসে গিয়ে ছড়াল আতঙ্ক
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রূপনারায়ণের বাঁধ ধসে গিয়ে ছড়াল আতঙ্ক। রাতে ধস নামার পর সকাল হতেই বাঁধ মেরামতির কাজ শুরু করল প্রশাসন। কাজে হাত লাগালেন স্থানীয়রাও।






















