উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও রাজীব চৌধুরী, কলকাতা ও মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে রাজ্যে ফের একবার জোরাল বাম-কংগ্রেস নির্বাচনী জোটের সম্ভাবনা। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে (Sagardighi Assembly By Election) বামেদের সমর্থন চেয়ে বিমান বসুকে চিঠি দিলেন অধীর চৌধুরী। এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, সাগরদিঘি উপনির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়েই। আগেই নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। এদিন প্রার্থী ঘোষণা করেছে বিজেপিও। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দিলীপ সাহা লড়বেন গেরুয়া শিবিরের পক্ষে। বৃহস্পতিবার বারালার আদিবাসী অঞ্চলে প্রচার করেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। 


বামফ্রন্টকে আবেদন কংগ্রেসের


বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির আবেদন, একসঙ্গে লড়াই করলে এই আসন উদ্ধার করতে পারব। কংগ্রেস প্রার্থীর সমর্থনে জেলার বাম কর্মীরাও পথে নামুক। যদিও সাগরদিঘিতে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট হবে কি না, চূড়ান্ত করতে শুক্রবার বৈঠক করবে বামেরা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


বিজেপির প্রার্থী ঘোষণা


সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ সাহা। এর আগে ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন দিলীপ সাহা। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ২ মার্চ ভোট গণনা। 


কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট


নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ১৯৭৭ থেকে ২০১১ একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রঙ। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে। ২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস।


এবার, এখনও পর্যন্ত সাগরদিঘিতে প্রার্থীর ঘোষণা করেনি বামেরা।পৃথকভাবে কংগ্রেসের তরফে বাইরন বিশ্বাস মনোনয়ন জমা দিলেও, বামেদের সমর্থন চেয়ে বিমান বসুকে চিঠি দিলেন অধীর চৌধুরী। শেষ পর্যন্ত কংগ্রেসের কাঙ্খিত পথে বামেরা হাঁটবে কি না, নজর সেদিকেই। 


আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের