কলকাতা : বিদেশ সফরের মাঝে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের এক গ্রাম হয়েছে দেশের সেরা। পর্যটনে। নরেন্দ্র মোদি সরকারে পর্যটন মন্ত্রক দিয়েছে যে স্বীকৃতি। দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী (Kiriteswari)। দুবাই থেকে সোশাল মিডিয়া পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের (Murshidabad) কিরীটেশ্বরী। মুর্শিদাবাদের যে গ্রামকে দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পর্যটন মন্ত্রক (Tourism Department of India)'।


মুর্শিদাবাদের কিরীটেশ্বরীর গ্রামবাসীদের অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বার্তা, '৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সেরার স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কৃত করবে ভারত সরকার'। বাংলার গ্রামের যে অনন্য মুকুট জয়ের সুবাদে কিরীটেশ্বরী গ্রামের বাসিন্দাদের  অভিনন্দন জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী লিখেছেন 'জয় বাংলা'। 


মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অন্তর্গত কিরীটেশ্বরী গ্রামেই রয়েছে বিখ্যাত কিরীটেশ্বরী মন্দির। দেবী কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের দহপাড়া রেল স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। ঐতিহ্য মতে, এই দেবস্থান সতীর ৫১ পীঠের অন্যতম। এখানে সতীর মুকুট বা কিরীট এখানে পড়েছিল। সেই কারণে দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকা হয়।


                                                                                                              


 






আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন