West Bengal News Live: দমদমে মহিলার রহস্যমৃত্যু, ফ্ল্যাটের মধ্যে রক্তাক্ত দেহ উদ্ধার
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE

Background
উত্তর কলকাতার নিমতলা ঘাটে দুর্ঘটনায় আহত হলেন ৪জন। আজ সকালে অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে যান। ঘাটের কাছেই গাড়ি পার্ক করা ছিল। আচমকা সেই গাড়ি গড়িয়ে জলে পড়ে যায়। সেই সময়ে ঘাটের কাছে শুয়ে ছিলেন ৪ জন। তাঁদের উপর দিয়ে গাড়ি চলে যায়।
দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল ১৫১টি ওষুধ! তালিকায় ক্যানসারের চিকিৎসার ট্য়াবলেট থেকে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন চিকিৎসকদের একাংশ।
বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো! তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা! তা নিয়ে আবার উত্তর ২৪ পরগনার হালিশহরে হুলস্থুল বেধে গেছে।
ভোটমুখী বঙ্গে ধর্ম এখন রাজনীতির অন্যতম হাতিয়ার। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নিউটাউনে দুর্গাঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, বলে ভয় পেয়ে এসব করছেন', আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিধানসভা ভোট আসতে এখনও বাকি প্রায় ৬ মাস। তার আগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শুরু হয়ে গেছে দলবদলের পালা। ইতিমধ্যেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন মাদারিহাট উপনির্বাচনে বিজেপির প্রার্থী রাহুল লোহার। আর সূত্রের খবর, বুধবার দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্য়ায়। আর এরপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি কালীপুজোর পরই তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্য়ায়? বাঙালির কৃষ্টি এবং বাং-আলিদের কৃষ্টি নিয়ে ভাইফোঁটায় আবার ভাই-দিদির কথা হবে বলে এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা, সেই সঙ্গে ৫০০ টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত। দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা নির্মল ঘোষ যোগদান করেছেন তৃণমূলে। সোমবার তাঁর হাতে পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে নির্মল ঘোষের এই যোগদান যে মোটেই ভালভাবে মেনে নিতে পারছেন না, প্রকাশ্য়ে তা জানালেন নিহত তৃণমূল বিধায়কের ভাই। অন্য়দিকে দল বদলের পর নির্মল ঘোষকে 'ভদ্র' এবং 'সমাজসেবী'বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। আর এই নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live Update: দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লের সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী
বীরভূমে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লের সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গতকাল পানীয় জলের দাবিতে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি। পানীয় জল না মেলায় তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখিয়েছে বলে পাল্টা দাবি গেরুয়া শিবিরের। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিউড়ি থানার বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। দোষীরা দ্রুত গ্রেফতার না হলে সিউড়ি ১ নম্বর ব্লকে দলের কোনও সাংগঠনিক কাজ হবে না বলে বিধায়ককে হুঁশিয়ারি দেন দলেরই এক নেতা। দ্রুত দোষীদের গ্রেফতারির আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের লোকজন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে বলে কটাক্ষ বিজেপির।
West Bengal News Live: দমদমে মহিলার রহস্যমৃত্যু, ফ্ল্যাটের মধ্যে রক্তাক্ত দেহ উদ্ধার
দমদমে মহিলার রহস্যমৃত্যু
দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলে মহিলার দেহ উদ্ধার
ফ্ল্যাটের মধ্যে রক্তাক্ত দেহ উদ্ধার
স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ, ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত
ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ






















