West Bengal News Live : কসবা ল'কলেজে ছাত্রীকে 'গণধর্ষণ', গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী
Kasba Law College Molestation Case : আর জি কর মেডিক্যালের পর সাউথ ক্যালকাটা ল কলেজ। ক্যাম্পাসের গার্ড রুমেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। তৃণমূলকর্মী-সহ ৩জন গ্রেফতার।
LIVE

Background
সাউথ ক্য়ালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। ল' কলেজের সামনে বিক্ষোভ দেখায় SFI-DYFI. বন্ধ গেট টপকে কলেজের ভিতরে ঢুকে ছিঁড়ে দেয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর জোর করে কসবা থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বিক্ষোভ দেখায় বিজেপিও। বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাঙ্গনে দুবৃত্তায়নে মদত যুগিয়েছে তৃণমূল! কোনওদিন কোনও কড়া বার্তা দেওয়া হয়নি! আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অভয়ামঞ্চ শুক্রবার পথে নামল আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে। কসবা থানার সামনে এদিন শান্তিপূর্ণ অবস্থান করেন তারা। কসবা থানার সামনে প্রতিবাদ দেখান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা।
ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এই কলেজেরই প্রাক্তন TMCP নেতা এবং তৃণমূলকর্মী। প্রশ্ন উঠছে, এক প্রাক্তন TMCP নেতার কলেজে এই দাপট কীকরে? অনেকে বলছেন, বছরের পর বছর কলেজগুলোতে ছাত্র ভোট না হওয়াই এর অন্য়তম কারণ।
Kasba BJP Protest : কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপি, সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ
কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড । সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ
Kasba College News : কসবা কাণ্ডে সিবিআই চায় না রাজ্য বিজেপি, ভরসা পুলিশেই
কসবা কাণ্ডে সিবিআই চায় না রাজ্য বিজেপি। কলকাতা পুলিশের উপরেই তদন্তভার থাক, দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
। আরজিকর কাণ্ডে সিবিআই সফল নয়, মত অগ্নিমিত্রার । করের টাকায় পুলিশ রাখা হয়েছে, তাই তারা কাজ করুক, বললেন অগ্নিমিত্রা।






















