West Bengal News Live Blog: বজবজে সুকান্ত মজুমদারকে চোর স্লোগান, জুতো, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন
LIVE

Background
কলকাতা : ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা? আজ মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ১৬-র ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের।
সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার পাশাপাশি ফোন করে, গালিগালাজ করেছেন সন্দেশখালি থানার ওসি। X হ্যান্ডলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ অস্বীকার করে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল।
বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের। মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিজেপির সব বিধায়কের বক্তব্য। বিলে আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটাই বাদ, জানালেন অধ্যক্ষ। বিধানসভায় ২ দিন ধরে চলছে সেলস ট্যাক্স সংশোধনী বিলের উপর আলোচনা । গতকাল শঙ্কর ঘোষ দাবি করেন, বিল পড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। শঙ্কর জানিয়ে দেন, তাঁরা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দিতে ওঠামাত্র বিজেপি বিধায়করা বেরিয়ে যান । এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমার । এর পরই সব বিজেপি বিধায়কের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ স্পিকারের।
দিল্লি এইমসে নিয়ে যাওয়া হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে । উডল্যান্ডস হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হল গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতিকে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
বর্ষার দিনেই ডুবল কেয়া পাতার নৌকা! সাহিত্যিক প্রফুল্ল রায়ের জীবনাবসান। বয়স হয়েছিল ৯৩ বছর। স্নায়ু ও হার্টের সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন লেক গার্ডেন্সের নার্সিংহোমে। দেশভাগের পরে ভারতে চলে আসেন প্রফুল্ল রায়। তাঁর উল্লেখ্যযোগ্য উপন্যাসগুলির মধ্যে অন্যতম কেয়ে পাতার নৌকা, মন্দ মেয়ের উপাখ্যান। প্রথম উপান্যাস ছিল পূর্ব পার্বর্তী। তাঁর কলমেই সৃষ্টি হয়েছে, উত্তাল সময়ের ইতিকথা, শতধারায় বয়ে যায়, নোনা জলে মিঠে মাটি।প্রফুল্ল রায় লেখায় বারবার উঠে এসেছে উদ্বাস্তু জীবনের যন্ত্রণার ছবি। উপন্যাস থেকে ছোটো গল্প, সাহিত্যের যে কোনও অলিন্দেই সাবলীল ছিলেন প্রফুল্ল রায়। ক্রান্তিকালের জন্য ২০০৩-এ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। বঙ্কিম পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। প্রফুল্ল রায়ের উপন্যাস ও গল্প অবলম্বনে একাধিক সিনেমাও হয়েছে।
বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের টাকার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। বিজেপি রাজ্য সভাপতিকে 'চোর' স্লোগান । বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত। বিক্ষোভের নেপথ্যে তৃণমূল কংগ্রেস, দাবি সুকান্ত মজুমদারের। আক্রান্তদের নিয়ে রাজভবনে যাচ্ছেন সুকান্ত মজুমদার।
West Bengal News Live Update: উত্তাল বিধানসভা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বক্তব্যের সময় শাসক দলের বিধায়কদের 'বাধা'
উত্তাল বিধানসভা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বক্তব্যের সময় শাসক দলের বিধায়কদের 'বাধা'
'বিজেপি বিধায়করা বক্তব্য রেখে শাসক বিধায়কদের কথা না শুনে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান'
অভিযোগে বিধানসভার ভিতরে সরব শাসক বিধায়করা
বিজেপি বিধায়কদের কোনও কথা শুনব না, চিৎকার শাসক বিধায়ক, মন্ত্রীদের
মন্ত্রী শশী পাঁজা, বাবুল সুপ্রিয়কে বিধানসভায় চিৎকার করতে দেখা যায়
অধিবেশন বয়কট করে মুখে কালো কাপড় দিয়ে ধর্নায় বিজেপি বিধায়করা
WB News Live Update: বজবজে সুকান্ত মজুমদারকে চোর স্লোগান, জুতো, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির
বজবজে সুকান্ত মজুমদারকে চোর স্লোগান, জুতো, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির । মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির । বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা ।
গতকাল বজবজে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত সুকান্ত । বিজেপি রাজ্য সভাপতির উদ্দেশে চোর স্লোগান, উড়ে আসে জুতো।






















