West Bengal News Live : কাঁথি থেকে বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণকাণ্ডে ২ সন্দেহভাজন গ্রেফতার
West Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর সবার আগে এই লিঙ্কে।
দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ-এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ।
তৃণমূলকর্মীদেরই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক! হাওড়ার ডোমজুড়ে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিধায়কের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের ২ নির্দল সদস্যের তৃণমূলে যোগ । প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে তৃণমূলকর্মীদেরই একাংশের বিক্ষোভ। সভা থেকে বেরোনোর সময় বিধায়কের গাড়ি ঘিরে কালো পতাকা। কোনও বিক্ষোভের কিছু হয়নি, পাল্টা দাবি বিধায়ক সীতারাম ঘোষের।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। '৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক', ময়নাগুড়ির সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
দানব-দস্যু, কোচবিহারে বিজেপি প্রার্থী একজন গুন্ডা। নিশীথ প্রামাণিককে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ-এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ।
তৃণমূলকর্মীদেরই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক! হাওড়ার ডোমজুড়ে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিধায়কের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের ২ নির্দল সদস্যের তৃণমূলে যোগ । প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে তৃণমূলকর্মীদেরই একাংশের বিক্ষোভ। সভা থেকে বেরোনোর সময় বিধায়কের গাড়ি ঘিরে কালো পতাকা। কোনও বিক্ষোভের কিছু হয়নি, পাল্টা দাবি বিধায়ক সীতারাম ঘোষের।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। '৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক', ময়নাগুড়ির সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
বিষ্ণুপুরে মুখোমুখি সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তাঁদের, এমনটাই বলছে সিভোটারের সমীক্ষা। স্যুইং হলেই বদলে যেতে পারে ভোটের ফলাফল। তবে যদি তা না হয়, তাহলে ওই কেন্দ্রে সম্ভাব্য জয়ী সৌমিত্র খাঁ।
যাদবপুরে ত্রিমুখী লড়াই, ৩ পার্সেন্ট স্যুইট হলেও বদলে যেতে পারে ভোটের ফলাফল। তবে যদি তা না বদলায়, তাহলে সি ভোটার সমীক্ষা এগিয়ে রাখছে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষকে।
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, আলিপুরদুয়ারে সম্ভাব্য জয়ী বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক, এবারের গেরুয়া শিবিরের প্রার্থী মনোজ টিগ্গা। তবে এই ফলাফল সম্ভাব্য। যে কোনও ঘটনা বা স্যুইং পাল্টে দিতে পারে মতামত।
'তথ্য আসার ২ ঘণ্টার মধ্যে অপারেশন। জাতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় ২ সন্দেহভাজন জঙ্গিকে', জানালেন পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্য।
বিজেপি করার অপরাধে শাসক দলের লোকজনে তার দোকানে আগুন ধরিয়েছে, অভিযোগ করলেন বিজেপির লাভপুর ২নং মন্ডল সভাপতি আশিস মন্ডল। যদিও লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী জানান, ভোটের আগে হাওয়া গরম করতেই এমন দাবি করা হচ্ছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি 'অ্যাটাচড'। মিডলম্যান প্রসন্ন রায় ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। একাধিক জায়গায় মিডলম্যান প্রসন্ন রায়ের বিঘের পর বিঘে জমি, নিউটাউন, পাথরঘাটা, মহেশতলা, সুলতানপুরে প্রসন্নর ৩০ বিঘে জমির হদিশ। বাজেয়াপ্ত করা হয়েছে এসপি সিন্হার পূর্ব যাদবপুর ও কলকাতায় বেনামী ফ্ল্যাট
বেঙ্গালুরুতে সন্ত্রাস, কলকাতায় আরও এক 'জঙ্গি' ডেরার হদিশ! কলকাতার ৪টি হোটেল, দিঘার ১টি হোটেলে 'জঙ্গি' ডেরার হদিশ। বেঙ্গালুরুতে সন্ত্রাস, বাংলায় সন্দেহভাজন আইএস জঙ্গিদের ঘাঁটি!
‘ওপারে যে বাংলাদেশ/ এপারেও সে বাংলা’...সুভাষ মুখোপাধ্যায়ের 'পারাপার' কবিতার লাইনদুটি বহু বছর ধরে নিজেদের মতো করে যাপন করতেন ওঁরা। কিন্তু গত ২২ বছর ধরে সেই যাপন বন্ধ হয়ে যায়। এবার ইদ উপলক্ষে ফের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ (Indo Bangladesh Border) সীমান্তে অনুষ্ঠিত হল দুই বাংলার মিলনোৎসব, নৌকো বাইচ প্রতিযোগিতা (Bych Competition)।
বিজেপি করার অপরাধে শাসক দলের লোকজনে তার দোকানে আগুন ধরিয়েছে, অভিযোগ করলেন বিজেপির লাভপুর ২নং মন্ডল সভাপতি আশিস মন্ডল। যদিও লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী জানান, ভোটের আগে হাওয়া গরম করতেই এমন দাবি করা হচ্ছে।
'ফোন কলের সূত্র ধরে দিঘা থেকে ২ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। ভোর ৪.৫৫: ২ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। ডায়েরি, লিফলেট, নথি, ইলেকট্রনিক ডিভাইস-সহ ২ সন্দেহভাজন গ্রেফতার। বেঙ্গালুরু বিস্ফোরণের মাস্টারমাইন্ড আব্দুল মাথিন আহমেদ ত্বহা। বিস্ফোরণের জন্য আইইডি আনিয়েছিল মুসাভির হুসেন শাজিব', এনআইএর আবেদনে সাড়া, বেঙ্গালুরু নিয়ে যেতে ৩দিনের ট্রানজিট রিমান্ড ।
বেঙ্গালুরুতে সন্ত্রাস, বাংলায় ঘাঁটি সন্দেহভাজন জঙ্গিদের! সন্দেহভাজন জঙ্গিদের ডেরার হদিশ এবিপি আনন্দে। কলকাতা থেকে নিউ দিঘা-জঙ্গিদের ডেরায় এবিপি আনন্দ
ধর্মতলা, লেনিন সরণি থেকে নিউ দিঘা-একের পর এক ঘাঁটির হদিশ। বেঙ্গালুরুর ক্যাফেয় বিস্ফোরণ, নাম ভাঁড়িয়ে বাংলায় আশ্রয়!
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি 'অ্যাটাচড'। মিডলম্যান প্রসন্ন রায় ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। একাধিক জায়গায় মিডলম্যান প্রসন্ন রায়ের বিঘের পর বিঘে জমি, নিউটাউন, পাথরঘাটা, মহেশতলা, সুলতানপুরে প্রসন্নর ৩০ বিঘে জমির হদিশ। বাজেয়াপ্ত করা হয়েছে এসপি সিন্হার পূর্ব যাদবপুর ও কলকাতায় বেনামী ফ্ল্যাট
দাড়িভিট মামলায় ক্ষুব্ধ বিচারপতি। 'আদালতের নির্দেশের পরেও কেন হাজিরা দিলেন না মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এডিজি সিআইডি? অন্য ক্ষেত্রে হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করত', মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থার
'তথ্য আসার ২ ঘণ্টার মধ্যে অপারেশন। জাতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় ২ সন্দেহভাজন জঙ্গিকে', জানালেন পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্য
দানব-দস্যু, কোচবিহারে বিজেপি প্রার্থী একজন গুন্ডা। নিশীথ প্রামাণিককে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কোথা থেকে অভিযুক্তদের ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। নাম না করে অধিকারী পরিবারকে নিশানা কুণাল ঘোষের। আজগুবি কথা, পাল্টা দিলীপ।
আজ বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক এবং বৃষ্টির সম্ভাবনা কম।
'বলছে বাংলা সেফ নয়, তোর গুজরাত সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপির সহ্য় হয় না। অত্য়াচারী দল। সব অত্য়াচারের সীমা ছাড়িয়ে গেছে। ' BJP কে আক্রমণ মমতার।
ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে মমতা-অভিষেক বনাম শুভেন্দু । তৃণমূল নেত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করবেন বিরোধী দলনেতাও। ভোট প্রচারে আজ কোচবিহারের নাটাবাড়ি ও আলিপুরদুয়ারের কুমারগ্রামে জোড়া সভা করবেন শুভেনদু অধিকারী। নাটাবাড়িতে দুপুর আড়াইটে এবং কুমারগ্রামে বিকেল পাঁচটায় সভা রয়েছে বিরোধী দলনেতার।
দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, মন্তব্য অমিত মালব্যর।
এনআইএ ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অপারেশনের পর, দাবি রাজ্য পুলিশের।
বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে ২ সন্দেহভাজন গ্রেফতার। কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ । ভুয়ো পরিচয়ে কাঁথিতেই আত্মগোপন করে ছিল ২ সন্দেহভাজন। ২ জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড, দাবি এনআইএ-র।
চালসার পথে বিজেপির সভা থেকে মমতাকে চোর চোর স্লোগান। এমন কিছু করবেন না, ব্যুমেরাং হয়ে যায়, হুঁশিয়ারি কুণালের।
দঃ কলকাতা-ডায়মন্ড হারবার-বোলপুর-শ্রীরামপুর-হাওড়ায় সম্ভাব্য জয়ী তৃণমূল।দার্জিলিং-মালদা উত্তর-জলপাইগুড়ি-তমলুক-মেদিনীপুরে বিজেপি। সম্ভবত এবারও বহরমপুরে কংগ্রেস, ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তিন ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
কৃষ্ণনগর, বসিরহাট, দমদম, পুরুলিয়া, বর্ধমান দুর্গাপুরে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, হুগলি-রায়গঞ্জ-বর্ধমান পূর্ব-মথুরাপুরে জোর টক্করের ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।
'কমিশন নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগে বাংলায় বাহিনী পাঠিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে ৮০ টা আসন, সেখানে ২২০ কোম্পানি বাহিনী! আর পশ্চিমবঙ্গে ৪২ টা আসন, সেখানে ৯২০ কোম্পানি? পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা' , প্রতিক্রিয়া শান্তনু সেনের
বৃহস্পতিবার উত্তপ্ত সন্দেশখালি। এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের। পারিবারিক বিষয়, দলের যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।
শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির। 'এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী'। 'বিঘের পর বিঘে জমি দখল করে ভেড়ি তৈরি চলছে', বিস্ফোরক অভিযোগ বেড়মজুরের বাসিন্দাদের। সিবিআইয়ের দিকেই তাকিয়ে গ্রামবাসীরা।
বারাসাতে পর পর দু'রাতে চলন্ত বাইক থেকে ধারালো অস্ত্র নিয়ে দুই মহিলার ওপর হামলা। ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইক শনাক্ত করে বৃহস্পতিবার অভিযুক্ত বিশ্বজিৎ কর্মকারকে গ্রেফতার করল পুলিশ।
ভোট প্রচারে আজ জোড়া সভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারে সভা করবেন তৃণমূল নেত্রী।
ভোট প্রচারে তৃতীয় বার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ এপ্রিল রাজ্য়ে জোড়া নির্বাচনী প্রচার সভা করবেন প্রধানমন্ত্রী। ওই দিন রায়গঞ্জের দলের প্রার্থী কার্তিক পালের সমর্থনে এবং বালুরঘাটের দলের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদি।
প্রেক্ষাপট
আবার শিরোনামে সন্দেশখালি ( Sandeshkhali )। শেখ শাহজাহান ( Sheikh Sahajahan ) জেলে থাকলেও এখনও তাঁর বাহিনীর দাপট কমেনি। জবর দখল করা জমি ফেরত চাইলে মিলছে খুনের হুমকি। এমন সব বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তাঁরা।
সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকায় এখ বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পারিবারিক বিষয়ে রাজনীতির রঙ চড়ানোর চেষ্টা হচ্ছে, বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূল।
অন্যদিকে লোকসভা ভোটের আবহে হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী। ৪ জুন পর আরও ধোঁয়া দেখা যাবে বলেও দাবি করলেন তিনি। এমনকি শিল্পবিমুখ সিঙ্গুর নিয়ে দিলেন সবুজায়নের ব্যাখ্যা। যদিও রচনার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বললেন, মানুষ সব দেখছে।
সামনেই ভোট। সব দলের প্রস্তুতি তুঙ্গে। তার আগে মানুষের মন বুঝতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ২১টি লোকসভা কেন্দ্রে কী হতে পারে, তার আঁচ পাওয়া গেছে সমীক্ষার প্রথম পর্বে। বাকি ২১টি কেন্দ্রে কী হতে পারে, তা জানতে দেখুন Opinion Poll-পর্ব - ২, আজ রাত ৮টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -