WB News Live: নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

West Bengal News Live:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 01 Jan 2024 11:34 PM
WB News Live: নতুন বছরের প্রথম দিন আড়াই ঘণ্টা অবরুদ্ধ জাতীয় সড়ক

কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় ফের রাস্তায় নামলেন ট্রাক-লরি চালকরা। নতুন বছরের প্রথম দিনেই প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল ৬০ নম্বর জাতীয় সড়ক। পুরুলিয়াতেও দীর্ঘক্ষণ বন্ধ রইল বাস পরিষেবা। 

West Bengal Live News: নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় তুযারপাত এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

WB News Live: জগদ্দলের তৃণমূল বিধায়কের নিশানায় অর্জুন-পুত্র পবন সিং

অর্জুন-শ্যাম দ্বন্দ্বে এবার নতুন মোড়। জগদ্দলের তৃণমূল বিধায়কের নিশানায় অর্জুন-পুত্র পবন সিং। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীদের গ্রেফতারির প্রসঙ্গ টেনে শানালেন আক্রমণ। বিজেপি-তৃণমূল ২ দিকেই পা দিয়ে রয়েছেন বলে অর্জুন সিংকে নিশানা করলেন সোমনাথ শ্যাম। 

West Bengal Live News: পঞ্চায়েতের প্রাপ্য় টাকা গেল অন্য ব্যক্তির অ্যাকাউন্টে? কী করে?

পঞ্চায়েতের প্রাপ্য় টাকা চলে গেল অন্য় এক ব্য়ক্তির ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে। অ্য়ামাউন্টও সামান্য় নয়, সাড়ে ২৮ লক্ষেরও বেশি। বিপুল অঙ্কের সরকারি টাকা কীভাবে অন্য়ের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে যেতে পারে? কার ভুল? নেপথ্য়ে তৃণমূলের কারসাজি দেখছে বিরোধীরা। 

WB News Live: বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে চিৎপুরের যুবকের রহস্যমৃত্যু

বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে চিৎপুরের যুবকের রহস্যমৃত্যু। টালা ব্রিজের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, আর জি করে নিয়ে গেল মৃত ঘোষণা। বচসার জেরে বন্ধুদের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ মৃতের পরিবারের।

West Bengal Live News: নতুন বছরে পুরীর জগন্নাথ মন্দিরে পোশাক-বিধি চালু

নতুন বছরে পুরীর জগন্নাথ মন্দিরে পোশাক-বিধি চালু। ছেঁড়া জিন্স, হাফপ্যান্ট, স্কার্ট, স্লিভলেস পোশাকে ঢোকা যাবে না মন্দিরে। ১ জানুয়ারি থেকেই নির্দেশিকা জারি করল মন্দির প্রশাসন। সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পান, গুটখা এবং প্লাস্টিকে।


 

WB News Live: অবশেষে তৃণমূলের দুর্নীতির কথা স্পষ্টতই স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম

অবশেষে তৃণমূলের দুর্নীতির কথা স্পষ্টতই স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম। বছরের প্রথম দিনে দুর্নীতি নিয়ে অকপট স্বীকারোক্তি মন্ত্রীর। পাশাপাশি, টাকার বিনিময়ে চাকরি দেওয়া পাপ বলেও মন্তব্য করলেন তিনি।পাল্টা,ফিরহাদ হাকিমকে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস।

West Bengal Live News: বাংলায় এইমুহূর্তে করোনা পজিটিভ ৭০

বাংলায় এইমুহূর্তে করোনা পজিটিভ ৭০ জন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। ১ জানুয়ারিতে নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত। ১৩ জনের মধ্যে ৫ জন মিন্টো পার্কের একটি হাসপাতালে ভর্তি। ৫ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল, স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

WB News Live: বছরের প্রথমদিনই শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে আগুন

বছরের প্রথমদিনই শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে আগুন। সুতো তৈরির ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কোনওরকমে কারখানা থেকে বেরিয়ে আসেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছলেও জলের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় দমকল।

West Bengal Live News: টালিগঞ্জে কল্পতরু উৎসব পালন, উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

টালিগঞ্জেও কল্পতরু উৎসব পালন। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রামকৃষ্ণদেব, মা সারদা ও বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।  

WB News Live: বছরের প্রথমদিনই শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে আগুন

বছরের প্রথমদিনই শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে আগুন। সুতো তৈরির ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কোনওরকমে কারখানা থেকে বেরিয়ে আসেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছলেও জলের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় দমকল। 

West Bengal Live News: প্রায় ১ ঘণ্টা পার, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

প্রায় ১ ঘণ্টা পার, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

WB News Live: কুণাল ঘোষের নিশানায় এবার মন্ত্রীদের একাংশ

কুণাল ঘোষের নিশানায় এবার মন্ত্রীদের একাংশ। তিনি বলেন, 'শুভেন্দু ও বিজেপির কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেককে আক্রমণ করছেন। আমাদের কয়েকজন সিনিয়র নেতা, যাঁরা মন্ত্রিত্বে আছেন, তাঁরা পাল্টা আক্রমণ করছেন না। তাঁরা কেন ভাল সেজে থাকছেন, গোলগোল বক্তৃতা করছেন? কেন তাঁরা শুভেন্দুকে পাল্টা চোর বলবেন না?'

West Bengal Live News: সন্ধে ৬টা নাগাদ কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন অভিষেক

তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই মমতার বাড়িতে অভিষেক। কালীঘাটে মমতার বাড়িতে অভিষেকের যাওয়া নিয়ে জল্পনা। আজ সন্ধে ৬টা নাগাদ কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন অভিষেক।

WB News Live: বর্ষবরণের রাতে পিকনিকে নাচতে না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

বর্ষবরণের রাতে পিকনিকে নাচতে না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, পিকনিকের আসরে হাজির হয়ে নাচতে গেলে স্থানীয় দুষ্কৃতী শুভেন্দু নস্করকে বাধা দেওয়া হয়। অভিযোগ, বাড়ি ফেরার পথে, প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তির উপর চড়াও হয় ওই দুষ্কৃতী। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফেরার। পুলিশের খাতায় নাম রয়েছে অভিযুক্তের। তার বিরুদ্ধে আগে একাধিকবার মারধরের অভিযোগ দায়ের হয়েছে।

West Bengal Live News: আগামীকাল সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি

দিল্লির পথে কামদুনির প্রতিবাদীরা। আগামীকাল সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি। শুনানির পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইবেন তাঁরা।

WB News Live: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীসংঘর্ষ

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীসংঘর্ষ। চারু মার্কেট থানা এলাকায় ৮৯নং ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। পতাকা লাগানোকে কেন্দ্র করে শাসক দলের ২ গোষ্ঠীর কোন্দল,
দু'পক্ষের হাতাহাতি, ঝরল রক্ত। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ।

West Bengal Live News: দুর্নীতি ইস্যুতে ফিরহাদ হাকিমকে আক্রমণ কুণাল ঘোষের, কী বললেন?

'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে খোঁচা দিয়েছিলেন, কিছু মানুষ যা করেছেন তা ভুল, করার সময় আটকাননি কেন? যখন আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম, তখন বলা হয়েছিল কুণাল মন্ত্রিসভার কেউ নন।' দুর্নীতি ইস্যুতে ফিরহাদ হাকিমকে আক্রমণ কুণাল ঘোষের।

WB News Live: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়েও এবার বিস্ফোরক কুণাল ঘোষ

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়েও এবার বিস্ফোরক কুণাল ঘোষ। 'যাঁরা সিনিয়র-জুনিয়র জ্ঞান দিতে আসছেন, তাঁদের মুখে শুভেন্দুর বিরুদ্ধে কোনও কথা শোনা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁদের নন্দীগ্রামে নির্বাচন জিততে পাঠিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ জনতার দরবারে তাঁরা বিক্রি করতে পারেন না। কারা ছিলেন নির্বাচনের দায়িত্বে, কেন পর্যালোচনা হল না? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানে শুভেন্দুর কারচুপি কাজ করবে কেন?', দলের নেতৃত্বেরই একাংশকে নিশানা করে মন্তব্য কুণাল ঘোষের

West Bengal Live News: বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব

বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে, এরপর রীতি মেনে মায়ের পুজো। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।

WB News Live: নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপচে পড়া ভিড়

নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপচে পড়া ভিড়। সারা বছর ভালো ভাবে কাটুক, এই কামনায় বছরে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। পুজোর ডালা নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। ভোরে মায়ের মঙ্গলারতি দিয়ে বছরের প্রথম দিনে তারাপীঠে পুজো শুরু হয়েছে।

প্রেক্ষাপট

 


ভোটে অভিষেক (Abhishek Banerjee) লড়লে ময়দান থেকে পিছিয়ে থাকবেন না, মন্তব্য সুব্রত বক্সীর (SubratA Bakshi)। পিছিয়ে যাওয়ার কথা আসছে কী করে? ওঁর বাক্য গঠনে সমস্যা আছে, পাল্টা কুণাল (Kunal Ghosh)।


শুভেন্দুরা (Suvendu Adhikari) মমতা (Mamata Banerjee)-অভিষেককে কুরুচিকর ভাষায় আক্রমণ করলে কেন সিনিয়র মন্ত্রীদের কয়েকজন পাল্টা আক্রমণ করছেন না? কুণাল ঘোষের নিশানায় মন্ত্রীদের একাংশ।


মুখে পুরনোদের কথা বলব, ভাবব তিন-চারজনের কথা? তাঁরাই সিনিয়র যাঁরা জান বাজি রেখে লড়েছেন, মন্তব্য কুণালের। ফের বললেন, নতুন প্রজন্মকে তুলে আনা দরকার।


রামমন্দিরকে (Ram Mandir) সামনে রেখে আজ থেকে বঙ্গ বিজেপির ১৫ দিনের কর্মসূচি। অযোধ্যায় (Ayodhya) প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র বিলির কাজ শুরু ভিএইচপি-র। হুমকির জেরে কড়া নিরাপত্তা।


নতুন বছরের শুরুতেই পরপর দুর্ঘটনা। পুরুলিয়া (Purulia) মৃত পুলিশকর্মী, আহত ডিএসপি-সহ ৩। কসবাতে গাড়ি-মোটরবাইকের ধাক্কা, গুরুতর আহত ২। পার্ক সার্কাস, বারুইপুরেও পথ দুর্ঘটনা। 


বিদায় ২০২৩, স্বাগত ২০২৪ (Happy New Year 2024)। নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব। নতুন বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় উপচে পড়া ভিড়। কল্পতরু উৎসব উপলক্ষে ভিড় কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরে।


লাইসেন্স পেতে সমস্যা, সুন্দরবনে (Sundarban) অনির্দিষ্টকালের জন্য বন্ধ জলযান পরিষেবা। জলে নামল না শতাধিক নৌকা। বেড়াতে গিয়ে হয়রানির শিকার পর্যটকরা। 


চাঁদ-সূর্যের পর ব্ল্যাক হোল নিয়ে জানতে নতুন বছরের প্রথম সকালেই ইসরোর নতুন সফর। শ্রীহরিকোটা থেকে এক্সপোস্যাট উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি পিএসএলভি-র। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.