WB News Live : নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দুর

West Bengal News Live: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 02 Jan 2024 03:40 PM
West Bengal Live News: কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব। ১৬জন কাউন্সিলরের সই করা অনাস্থাপত্র আজই জমা দেওয়া হবে । আজই অনাস্থাপত্র জমা দেওয়া হবে বলে কাঁথি তৃণমূল সাংগঠনিক জেলার তরফে জানিয়েছেন পীযূষ পাণ্ডা। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে আগেই দলের তরফে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি এখনও পদত্যাগ না করায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে বলে জানিয়েছেন পীযূষ পাণ্ডা।

WB News Live: নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দুর

নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দু অধিকারীর। স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নন্দিনী চক্রবর্তীর দায়িত্বগ্রহণ অবৈধ বলে দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট। 'অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার'।
'রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরও একটি অবৈধ পোস্টিং দেওয়া হল' । 'অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হল'।  'তাঁর থেকে সিনিয়র ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং আরও ৫ জন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে'। '২০১৭ সালে আইএএস অফিসারদের পদ সম্পর্কিত  বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে পদমর্যাদায় অতিরিক্ত মুখ্য সচিব হতেই হবে'। 'এর অর্থই হল নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ'। 'একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অসংখ্য অবৈধ নিয়োগ হয়েছে'।  'এরমধ্যে অবশ্যই আছে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সেক্রেচারি হিসাবে রাজীব কুমারের পোস্টিং'। 'এই পদে কোনও আইএএস অফিসারের বসার কথা'। ' আপনারা কি কোনও আইএএস অফিসারকে ডিজিপি বা কলকাতা পুলিশের কমিশনার হিসাবে কল্পনা করতে পারেন ?' 'এর প্রতিবাদে আমি প্রয়োজনীয় আইনী এবং অন্যান্য ব্যবস্থা আমি নিচ্ছি'।  'এই দুর্নীতি পরায়ণ তৃণমূল সরকার  রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা নষ্ট করে দিচ্ছে '। 'এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমি আইএএস-দের সংগঠনকে আহ্বান জানাচ্ছি। '

West Bengal Live News: অবিলম্বে নিয়োগের দাবিতে টেট ২০২২-এর চাকরিপ্রার্থীদের মিছিল

টেট ২০২২-এর চাকরিপ্রার্থীদের মিছিল। শিয়ালদা থেকে শুরু হয়েছে মিছিল। অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

WB News Live: ভূপতিনগরে  বিস্ফোরণ, জখম ২ বিজেপি কর্মী

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে  বিস্ফোরণ। বিস্ফোরণে জখম হন দুই বিজেপি কর্মী। ঘটনায় আহত এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়।

West Bengal Live News: হরিশ্চন্দ্রপুরে একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির প্রতিষ্ঠা দিবস নিয়ে আলাদা অনুষ্ঠান

বছরের প্রথম দিনই মালদার চাঁচলে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হরিশ্চন্দ্রপুরে একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির প্রতিষ্ঠা দিবস নিয়ে আলাদা অনুষ্ঠান। পঞ্চায়েত ভোটে ভরাডুবির দায় হরিশ্চন্দ্রপুর ১-এর (বি) ব্লক সভাপতি মানিক দাসের ওপর চাপিয়ে তাঁকে পচা আপেলের সঙ্গে তুলনা করলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। নাম না করে ব্লক সভাপতিকে আক্রমণ করেছেন যুব তৃণমূলের ব্লক সভাপতি শেখর সাহাও। বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতি মানিক দাস টাকা নিয়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করেছেন, সেই জন্যই চারটি অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়েছে। বিধায়কের অভিযোগ নিয়ে মন্তব্যের দায় দলের ঊর্ধ্বতন নেতৃত্বের ঘাড়ে চাপিয়েছেন ব্লক সভাপতি। ভোটের টিকিটের টাকার ভাগাভাগি নিয়ে কোন্দল বলে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। 

WB News Live: এবার কলকাতাতেও ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ, একাধিক রাস্তা অবরুদ্ধ

হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় কলকাতাতেও ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ। সকাল ৯টা থেকে খিদিরপুরে CGR রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রাস্তা অবরোধ করেন ট্রাক ও লরি চালকরা। পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, গার্ডেনরিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হচ্ছে ব্রেস ব্রিজ দিয়ে।
------------------------


 

West Bengal Live News: সুবিচারের চেয়ে ফের দিল্লিতে কামদুনির প্রতিবাদীরা, আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি

সুবিচারের চেয়ে ফের দিল্লিতে কামদুনির প্রতিবাদীরা। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। কামদুনিকাণ্ডের তদন্ত নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিবাদীরা। সেনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।  

WB News Live: করোনা-উদ্বেগের মাঝেই ফের ডেঙ্গির আতঙ্ক, মহিলার মৃত্যু

করোনা-উদ্বেগের মাঝেই ফের ডেঙ্গির আতঙ্ক। গত বছরের শেষ দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, ৩০ ডিসেম্বর ভর্তি হন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ওই মহিলা। ডেঙ্গি সংক্রমণ থাকায়, তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল, ৩১ ডিসেম্বর রাতে রোগিণীর মৃত্যু হয়। স্বাস্থ্য দফতরের দাবি, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন। দেগঙ্গার মহিলাকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি স্বাস্থ্য দফতরের। 

West Bengal Live News: গোসাবায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে এল শাসকদলের কোন্দল

দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে দলেরই বিধায়ককে অশালীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা। গোসাবার পাঠানখালিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে এল শাসকদলের কোন্দল । গোসাবার তৃণমূল বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সহ সভাপতি বরুণ প্রামাণিক। গোসাবার বিধায়ক খুনের হোলি খেলছেন বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা। প্রতিক্রিয়া এড়িয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল 

WB News Live: দুর্নীতিতে তৃণমূলের একাংশ জড়িত, প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম

দুর্নীতিতে তৃণমূলের একাংশ জড়িত। প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম। দুর্নীতির মামলায় শাসক দলের একগুচ্ছ নেতার গ্রেফতারি নিয়ে বিরোধীরা যখন সরব, তখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য় করলেন ফিরহাদ হাকিম। দায় এড়ানোর চেষ্টা, পাল্টা সরব বিরোধীরা।

West Bengal Live News: নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় তুযারপাত এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

WB News Live: 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে', মন্তব্য সুদীপের

'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে'। 'দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলা আলোচনায় থাকে'। প্রতিষ্ঠা দিবসে মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Live News: নিজেকে সীমাবদ্ধ রাখা ও নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক

প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলে তুলকালাম। নিজেকে সীমাবদ্ধ রাখা ও নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক। ছিলেন ২ ঘণ্টা। হঠাৎ নেত্রীর কাছে যাওয়া নিয়ে তুমুল জল্পনা।

প্রেক্ষাপট

কলকাতা : কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় এবার মন্ত্রীদের একাংশ। তিনি বলেন, 'শুভেন্দু (Suvendu Adhikari) ও বিজেপির (BJP) কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেককে (Abhishek Banerjee) আক্রমণ করছেন। আমাদের কয়েকজন সিনিয়র নেতা, যাঁরা মন্ত্রিত্বে আছেন, তাঁরা পাল্টা আক্রমণ করছেন না। তাঁরা কেন ভাল সেজে থাকছেন, গোলগোল বক্তৃতা করছেন? কেন তাঁরা শুভেন্দুকে পাল্টা চোর বলবেন না?'


'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে খোঁচা দিয়েছিলেন, কিছু মানুষ যা করেছেন তা ভুল, করার সময় আটকাননি কেন? যখন আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম, তখন বলা হয়েছিল কুণাল মন্ত্রিসভার কেউ নন।' দুর্নীতি ইস্যুতে ফিরহাদ হাকিমকে আক্রমণ কুণাল ঘোষের।


অবশেষে তৃণমূলের দুর্নীতির কথা স্পষ্টতই স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম। বছরের প্রথম দিনে দুর্নীতি নিয়ে অকপট স্বীকারোক্তি মন্ত্রীর। পাশাপাশি, টাকার বিনিময়ে চাকরি দেওয়া পাপ বলেও মন্তব্য করলেন তিনি।পাল্টা,ফিরহাদ হাকিমকে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস।


নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়েও এবার বিস্ফোরক কুণাল ঘোষ। 'যাঁরা সিনিয়র-জুনিয়র জ্ঞান দিতে আসছেন, তাঁদের মুখে শুভেন্দুর বিরুদ্ধে কোনও কথা শোনা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁদের নন্দীগ্রামে নির্বাচন জিততে পাঠিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ জনতার দরবারে তাঁরা বিক্রি করতে পারেন না। কারা ছিলেন নির্বাচনের দায়িত্বে, কেন পর্যালোচনা হল না? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানে শুভেন্দুর কারচুপি কাজ করবে কেন?', দলের নেতৃত্বেরই একাংশকে নিশানা করে মন্তব্য কুণাল ঘোষের


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.