West Bengal News: উচ্চমাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফলপ্রকাশ, রেজাল্ট দেখা যাচ্ছ wb12.abplive.com সাইটে
শের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রথম সিমেস্টারের ফলাফল।
LIVE

Background
SIR নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়
আজ উচ্চমাধ্যমিকের ৩য় সিমেস্টারের রেজাল্ট। বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ, দুপুর ২টো থেকে দেখা যাবে শুধু অনলাইনে। wb12.abplive.com সাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে ফল। দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রথম সিমেস্টারের ফলাফল।
সাধারণত মাধ্যমিক হয় ফেব্রুয়ারিতে, উচ্চমাধ্যমিক মার্চে। বছরে ২টো সিমেস্টার চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল উচ্চমাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের। পর্ষদ সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে।দুপুর দু’টো থেকে পরীক্ষার ফল দেখা যাবে শুধুমাত্র অনলাইনে। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ।
wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল।
খোদ BLO-দেরকেই বেঁধে রাখার দাওয়াই দিলেন কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন
SIR-ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। রোজ পাল্লা দিয়ে বাড়ছে হুমকি-হুঁশিয়ারির ঝাঁঝ।
আর এবার খোদ BLO-দেরকেই বেঁধে রাখার দাওয়াই দিলেন কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন।-
ওয়েবসাইটে ২০০২-এর ভোটার তালিকা দেখতে সমস্যা, নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন
ওয়েবসাইটে ২০০২-এর ভোটার তালিকা দেখতে সমস্যা
নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন
নতুন ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in























