West Bengal News Live : রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতাল, অ্যাপলোতে গেলেন অর্জুন

মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি ট্যাব-কাণ্ডে তৃণমূল যোগের অভিযোগে সরব বিরোধীরা আরও খবর

ABP Ananda Last Updated: 16 Nov 2024 02:38 PM
WB News Live : তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু

তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। 

Anuubrata Mondal News : আজ মুখোমুখি অনুব্রত মণ্ডল , কাজল শেখ?

অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর আজ প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে। সব ঠিক থাকলে মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। আজ বিকেল তিনটে নাগাদ বোলপুরের তৃণমূলের জেলা পার্টি অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। 

Kolkata News Live : লটারি-কাণ্ডে প্রায় ৯ কোটির হদিশ!

লটারি-কাণ্ডে কলকাতা-চেন্নাইয়ে ইডির ম্যারাথন অভিযান। প্রায় ৯ কোটির হদিশ! তিন দিন ধরে তল্লাশি রাসবিহারী মোড়ের কাছে আবাসনে। কলকাতা চেন্নাই থেকে প্রায় ৯ কোটির হদিশ।

WB News Live : শুধু ভাটপাড়া নয়, খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা!

শুধু ভাটপাড়া নয়, খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা!
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
গ্রেফতার ১ হামলাকারী ও ১ ট্যাক্সি চালক

Kolkata Shootout News Update : তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এক ট্য়াক্সি চালক আহমেদ

কসবার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এক ট্য়াক্সি চালক আহমেদ গ্রেফতার। ওই ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। হামলার ঘটনায় ট্য়াক্সিচালকের ভূমিকা থাকতে পারে বলে, সন্দেহ লালবাজারের

WB News Live : হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ

হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রশ্ন করায় পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সরকারকে। শনিবার, দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান। 

Kolkata Weather Update : আজ আরও নামবে কলকাতার তাপমাত্রা

এখনই জাঁকিয়ে শীতের আমেজ পাবেন না শহরবাসী। তার জন্য় অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ আরও নামবে কলকাতার তাপমাত্রা। 

WB News Live : রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতাল, অ্যাপলোতে গেলেন অর্জুন

CID জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতাল, অ্যাপলোতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। পরীক্ষার পর রিপোর্টে শরীরে কোনও বিষক্রিয়া প্রয়োগ করার প্রমাণ মিললে আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেন বিজেপি নেতা।

WB News Live : রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ

রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন একজন। গতকাল বীরভূমের পাঁড়ুই থানার মোহুলা গ্রামে রেশন দোকানের  এক কর্মীর শেখ মুন্নুর ছেলেক ডেকে নিয়ে যায় চা খাওয়ার নাম করে। অভিযোগ, তারপর  পাঁড়ুই  গ্রামে নিয়ে গিয়ে তাঁকে গাড়িতে তুলে অপহরণ করে বলে অভিযোগ। এরপরই রেশন ডিলারের কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

Kolkata News Live : ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৫ থেকে ৬ জন, সন্দেহ পুলিশের

ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৫ থেকে ৬ জন, সন্দেহ পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ধৃত অভিযুক্ত ছাড়াও বাকি দুষ্কৃতীদের কয়েকজন বিহারের বৈশালীর বাসিন্দা, খবর পুলিশ সূত্রে।

Kolkata News Live : কাউন্সিলরকে গুলি করার চেষ্টা, এক ট্যাক্সি চালককে আটক করল পুলিশ

 খাস কলকাতায় কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা। আগ্নেয়াস্ত্র লক হয়ে অল্পের জন্য রক্ষা। এক ট্যাক্সি চালককে আটক করল পুলিশ। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

Kolkata News Live : নতুন করে নিকটবর্তী একাধিক গোডাউন, দোকানে ছড়িয়ে পড়েছে আগুন

সকালে নতুন করে নিকটবর্তী একাধিক গোডাউন, দোকানে ছড়িয়ে পড়েছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে চেষ্টা চালাচ্ছে দমকলের ২১ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।

Kolkata Fire News Live : বিধ্বংসী আগুনে ঘর ভস্মীভূত হওয়ায়, ঘরছাড়া হয়েছে প্রায় ১৭টি পরিবার

ছ'ঘণ্টা ধরে লাগাতার চেষ্টা, তারপরও আগুন জ্বলছে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে।  আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত ৫ টি কাঠের গোলা। গতকাল রাত দেড়টা নাগাদ বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। একদিকে কাঠের গুদাম হওয়ায় এবং অন্য়াদিকে গঙ্গার হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিধ্বংসী আগুনে ঘর ভস্মীভূত হওয়ায়, ঘরছাড়া হয়েছে প্রায় ১৭টি পরিবার। 

WB News Live : অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি মুখ্যমন্ত্রী, অলিম্পিক্স-মন্তব্যে শুভেন্দুর কটাক্ষ

মুখ্যমন্ত্রীর 'অলিম্পিক' মন্তব্যের ভিডিও পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 'মমতার দাবি, অলিম্পিকে ভারত সোনা পায়নি! কী লজ্জার! মুখ্যমন্ত্রীর মন্তব্য অসম্মানজনক। অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি মুখ্যমন্ত্রী! আমার সন্দেহ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। 
দেশের সাফল্যকে খাটো করে দেখানোই মমতার লক্ষ্য', আক্রমণ বিরোধী দলনেতার

প্রেক্ষাপট

শনিবার সকালের বড় খবর :



  • গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত অন্তত ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। রাত ১.৩০ নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। 

  • নিমতলায় ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা। 

  • লটারি-কেলেঙ্কারির তদন্তে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায়, ম্য়ারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড, লেক মার্কেট এলাকা থেকে উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। তল্লাশিতে নগদ প্রায় ন'কোটি উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে দাবি। টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন।

  • ট্যাব-জালিয়াতির বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং বিহারের কিষাণগঞ্জের লোকেদের অ্যাকাউন্টে। কলকাতা পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, উত্তর দিনাজপুরের চোপড়াই কি তাহলে হয়ে উঠছে 'বাংলার মিনি জামতাড়া'?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.