West Bengal News Live Updates:ভোটের আগেই অশান্ত বাংলা, আসছে কেন্দ্রীয় বাহিনী
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।
আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মামলায় ফের তৎপর ইডি। বুধবার বেনিয়াপুকুর ও কৈখালিতে কিংপিন কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। কোটি কোটি টাকার প্রতারণায় আর কারা যুক্ত? উত্তর খুঁজছে ইডি।
ভোটের আগেই অশান্ত বাংলা, আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন। বাংলার পরিস্থিতি দেখে, আস্থা অর্জনে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত। ভোটের জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আগেই চিঠি কেন্দ্রকে।
এবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় আদিবাসী কমিশন। রাতেই কলকাতায় এলেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান। মুখ্যসচিব, ডিজিপিকে চিঠির মধ্যেই কাল সরেজমিনে পরিদর্শন।
আজ রাতে সন্দেশখালিতেই থাকবেন ডিজিপি রাজীব কুমার। পুলিশের সঙ্গে বৈঠকের পর জলপথে এলাকা পরিদর্শন ডিজিপির।
লোকসভা ভোটের আগে আধার ইস্যুতে রাজনৈতিক পারদ চড়ছে। ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আধার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আধার কার্ডের সমস্যা সমাধানের জন্য ঠাকুরবাড়িতে সহায়তা কেন্দ্র খুলেছেন শান্তনু ঠাকুর। রাজনৈতিক আশ্বাস মিললেও আধার আতঙ্ক পুরোপুরি কাটছে না সাধারণ মানুষের।
লোকসভা ভোটের আগে আধার ইস্যুতে রাজনৈতিক পারদ চড়ছে। ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আধার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আধার কার্ডের সমস্যা সমাধানের জন্য ঠাকুরবাড়িতে সহায়তা কেন্দ্র খুলেছেন শান্তনু ঠাকুর। রাজনৈতিক আশ্বাস মিললেও আধার আতঙ্ক পুরোপুরি কাটছে না সাধারণ মানুষের।
কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিতর্কিত মন্তব্য। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ। হাজরায় বিক্ষোভ বিজেপির।
ভেস্তে' গেল এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে এসএসসি বৈঠক
৮ ঘণ্টা পার, এখনও দিল্লির ইডির দফতরে দেব। গরুপাচার মামলায় এনামুল যোগে দেবকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি। সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ। কী পদক্ষেপ পুলিশের? জানতে সন্দেশখালি থানায় বৈঠকে রাজীব কুমার।
সন্দেশখালিকাণ্ডের আবহে পাঁচলায় জমি জবরদখলের অভিযোগ
হাওড়া গ্রামীণের এসপি অফিস অভিযান সুকান্ত মজুমদারের, বিক্ষোভ
এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ, ধর্না
পাঁচলায় গ্রামে জোর করে জলাশয় বোজানো, চাষের জমি দখলের অভিযোগ
৫ ঘণ্টা পার। দিল্লিতে ইডির সদর দফতরে দেব। গরুপাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
লোকসভা ভোটের মুখে অভিমানী তৃণমূল বিধায়ক তাপস রায়
আইপিএস অফিসারকে খালিস্তানি বলে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণে মমতা
যুক্তি-তক্কোর লাইভ সম্প্রচারে সন্দেশখালির মহিলা থেকে বিজেপি বিধায়ককে বেলাগাম আক্রমণে কুণাল, বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ তৃণমূলের। কুণাল ঘোষের বাড়়ির কাছে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত সুকিয়া স্ট্রিট।
শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালির, ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও
প্রতিটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি স্পর্শকাতর বুথ? স্পর্শকাতর এলাকার সংখ্যা কত? জেলাশাসকদের কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন
সাড়ে ৪ ঘণ্টা পার, দিল্লিতে ইডির সদর দফতরে দেব। গরুপাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। সকাল ১১টায় ইডির সদর দফতরে পৌঁছন ঘাটালের তৃণমূল সাংসদ।
আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেলেন মালদার হবিবপুরের একাধিক বাসিন্দা।
রাজনৈতিক উত্তাপ চরমে। সেই আবহেই সন্দেশখালি যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
সন্দেশখালি নিয়ে তৃণমূলকে আক্রমণের সুর আরও চড়াল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। তাঁর প্রশ্ন, 'কী লুকোতে চাইছেন, কেন লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?'
লোকসভা নির্বাচনের আগে ফের বিতর্কে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।ফেসবুকে পোস্ট করে বিস্ফোরক দাবি করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ২০১৯ লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে প্রার্থী হিসাবে চায়নি বিজেপি!পাল্টা দলের অভ্যন্তরে গদ্দার থাকার দাবি বিজেপির।
'এবার ব্যারাকপুরে জনতার রাজ', এলাকার তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে শিল্পাঞ্চলজুড়ে পড়েছে এমনই পোস্টার-ব্যানার। তাহলে কি এবার লোকসভা ভোটে ব্যারাকপুরে প্রার্থী হবেন রাজ? জল্পনা তুঙ্গে। ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
সন্দেশখালিকাণ্ডে এবার মুখ্যসচিব ও ডিজিপি-কে নোটিস জাতীয় তফসিলি কমিশনের। 'কী পদক্ষেপ সন্দেশখালিকাণ্ডে, জানাতে হবে ৩ দিনের মধ্যে। ৩ দিনের মধ্যে জবাব না মিললে আইন অনুযায়ী ব্যবস্থা', হুঁশিয়ারি জাতীয় তফসিলি কমিশনের।
কাল সন্দেশখালি যাচ্ছে জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
'স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এরাই তথ্যপ্রমাণ নষ্ট করছে', মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। গোঠা হাইস্কুল সংক্রান্ত মামলায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রয়োজনী সাহায্য মিলছে না বলে বিচারপতির কাছে অভিযোগ সিআইডি-র।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার-সহ আরও কয়েকজন তরুণ। প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ক্লোজ করা হল পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ-কে। অভিযোগ, গত রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ওই মহিলাকে মারধর করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে নিয়ে গিয়ে ওসি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
---
পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ, ক্লোজ করা হল কোটশিলা থানার ওসি-কে
মহিলার অভিযোগের ভিত্তিতে ক্লোজ কোটশিলা থানার ওসি তুফান দাঁ
বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ ওসি-র বিরুদ্ধে
খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
মহিলাকে নিয়ে গিয়ে ওসি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ
'চুরি করিনি, তাই কোনও ভয় নেই। যত বার ডাকবে, তত বার আসব', মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। দিল্লিতে ED-র দফতরে চলছে জিজ্ঞাসাবাদ।
সন্দেশখালিতে আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মন্তব্য় শুনে ক্ষোভে ফেটে পড়লেন IPS অফিসার যশপ্রীত সিং। কলকাতায় বিজেপি অফিসের সামনে বিক্ষোভও দেখালেন শিখ সম্প্রদায়ের মানুষজন। ভিডিও পোস্ট করে, নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।
ED-র দফতরে পৌঁছলেন তৃণমূল সাংসদ দেব। গরুপাচার মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
সন্দেশখালিতে নির্যাতিতাদের নিয়ে এবার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। সন্দেশখালির অভিযোগকারিণীরা বিজেপি বা সিপিএমের সাজানো, অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
গরু পাচার মামলায়, দেবকে আজ দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদকে। যতবার তাঁকে ডাকা হবে, ততবারই তিনি হাজির হবেন, ঘনিষ্ঠমহলে জানান দেব। এর আগে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করল তারা।
সাতসকালে ফের অ্যাকশনে ইডি। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে ইডির তল্লাশি। প্রায় ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় বেনিয়াপুকুরে ইডির হানা। মূল অভিযুক্ত ধৃত কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। '২০০৫-এ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় ১ হাজার কোটি হাতিয়েছেন কুণাল', সিআইডি হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন অভিযুক্ত, দাবি ইডির।
সন্দেশখালিতে আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মন্তব্য় শুনে ক্ষোভে ফেটে পড়লেন IPS অফিসার যশপ্রীত সিং। কলকাতায় বিজেপি অফিসের সামনে বিক্ষোভও দেখালেন শিখ সম্প্রদায়ের মানুষজন। ভিডিও পোস্ট করে, নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
এবার শেখ শাহজাহানকে তলবের ভাবনা আদালতের, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন হাইকোর্টে প্রধান বিচারপতি। সেদিন রাজ্য পুলিশ, সিবিআই, ইডি সবাই উপস্থিত থাকবে, জানালেন প্রধান বিচারপতি। যাঁর জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাঁকে সমর্থন করতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির।
ফের জেলায় জেলায় আধার-বিভ্রাট। প্রতিদিনই তালিকায় নতুন নতুন জেলা যোগ হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের। যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি।
ভবানীভবনে রাজ্য পুলিশের DG রাজীব কুমারের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এরপরই বিস্ফোরক দাবি করলেন তিনি। রেখা শর্মা বলেন, রাজ্য পুলিশের ডিজি, পুলিশের তরফেও ভুল হয়েছে তা স্বীকার করে নিয়েছেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্য়ুর দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। মৃত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বললেন তিনি। বৈঠক করলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্য়পাল।
অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অরিজিৎ দাস ঠাকুর। CPI কাউন্সিলরের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরও এক তৃণমূল কাউন্সিলর। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। অনন্যাকে শোকজ করার পাশাপাশি, অরিজিৎ দাস ঠাকুরের মন্তব্যে দুঃখপ্রকাশ করেছেন মেয়র।
উলু-শঙ্খধ্বনি, ফুল-মালায় শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাল সন্দেশখালি।
তাঁর সামনে একের পর এক অভিযোগের কথা তুলে ধরলেন গ্রামবাসীরা। এদিন সন্দেশখালিতে খুলল বিজেপির পার্টি অফিস। তবে কী জমি শক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির? উঠছে প্রশ্ন। সাজানো লোকজনদের নিয়ে বিজেপির জমায়েত, পাল্টা মন্তব্য় করেছেন কুণাল ঘোষ।
প্রেক্ষাপট
১) তিন বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালিতে শুভেন্দু। ধামাখালিতে পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশ আসতেই খুলল ব্যারিকেড।
২) ১৪৪ ধারা জারির ৯দিন পরে অবরুদ্ধ সন্দেশখালিতে পা পড়ল বিরোধীদের। শুভেন্দুকে সামনে পেয়েই কান্নায় ভাঙলেন গ্রামবাসীরা।
৩। সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলার পরেই জেলবন্দি বিকাশের বাড়ি গেলেন শুভেনদু। সোমবার ফের আসার হুঙ্কার।
৪। (শুভেন্দু সট ইউ আর ভায়োলেটিং হাইকোর্ট অর্ডার) হাইকোর্টের স্থগিতাদেশের পরেও সন্দেশখালির একাংশে ফের ১৪৪ ধারা! ধামাখালিতে শুভেন্দু-শঙ্করদের বাধা। হাইকোর্ট থেকে অনুমতি আসতেই ছাড়।
৫। ১৪৪ ধারা জারির যুক্তি দিয়ে বৃন্দাকেও পুলিশের বাধা। পরে অনুমতি পেয়েই সন্দেশখালি গেলেন সিপিএম নেত্রী। ফ্যাশন প্যারেড, কটাক্ষ কুণালের।
৬। ফেরার শেখ শাহজাহান। হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। সমস্যার মূল হোতাকে সমর্থন করতে পারে না বলে তীব্র ভর্ৎসনা। ১৪৪ ধারা জারির উদ্দেশ্য নিয়েই প্রশ্ন।
৭। ৪৭ দিন ধরে ফেরার শেখ শাহজাহান! বিস্মিত হাইকোর্ট। আদালতেই তলবের ভাবনা। সেদিন থাকবে পুলিশ, সিবিআই, ইডি, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
৮। বিরোধীদের সামনে পেয়ে ক্ষোভের আগল ভাঙল সন্দেশখালির। শেখ শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সবই সাজানো, দাবি কুণালের।
৯। সন্দেশখালিকাণ্ডে ভুল বুঝতে পেরেছে পুলিশ। ডিজিপির সঙ্গে বৈঠকের পর দাবি জাতীয় মহিলা কমিশনের। (
১০। সন্দেশখালির ঘটনাকে সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের দাবি একের পর এক কমিশনের। মুখ খুললেন শুভেন্দু।
১১। ধামাখালিতে শুভেন্দুদের সঙ্গে বচসার সময় খালিস্তানি বলে আইপিএসকে আক্রমণ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পদক্ষেপের প্রস্তুতি পুলিশের। প্রমাণ দিন, পাল্টা শুভেন্দু।
১২। কেউ পাগড়ি পরলেই খালিস্তানি?ধামাখালিতে পুলিশের সঙ্গে বিজেপির বচসাকে কেন্দ্র করে আক্রমণে মমতা। প্রমাণ থাকলে দেখান, চ্যালেঞ্জ অগ্নিমিত্রার।
১৩। পুলিশ অফিসারকে খালিস্তানি বলার অভিযোগ ঘিরে তোলপাড় বাংলা। মুখ খুললেন রাহুল গাঁধী। ছড়িয়ে পড়ছে বিজেপির ঘৃণার রাজনীতির বিষ বলে আক্রমণ।
১৪। সন্দেশখালিতে রিপোর্টিং করার সময় গ্রেফতার রিপাবলিক বাংলার রিপোর্টার সন্তু পান। সাংবাদিক গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবিপি আনন্দ।
১৫। তৃণমূলের চাপের মুখে সন্দেশখালির পর এবার চোপড়ায় রাজ্যপাল। কথা বললেন মৃত শিশুদের পরিবারের সঙ্গে। রিপোর্ট দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
১৬। সিবিআইয়ের পর এবার ইডির জালে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়। কীভাবে ৪০০ কোটির সম্পত্তি? মানি ট্রেলের খোঁজ পেতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
১৭। ভোটের আগেই রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর। ফের সাংসদ নাদিমুল। বিনা লড়াইয়ে রাজ্যসভায় বিজেপির শমীক।
১৮। জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগে পাল্টা কার্ড চালু করছে রাজ্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর।
১৯। উত্তরপাড়ায় মূর্তি দিয়ে মাথা থেঁতলে, হাত কেটে নৃশংসভাবে খুন! খিদিরপুর থেকে মায়ের সঙ্গে বান্ধবীও গ্রেফতার। সম্পর্কের জটিলতায় খুন, সন্দেহ পুলিশের।
২০। ফের বাবা হলেন বিরাট। এবার পুত্রসন্তানের জন্ম দিলেন অনুষ্কা। ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় দ্বিতীয় সন্তান আকায়ের। সোশাল মিডিয়ায় জানালেন বিরুষ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -