West Bengal News Live Updates: সন্দেশখালির কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 22 Feb 2024 10:36 PM
West Bengal News LIVE Updates: শেখ শাহজাহানকে তৃতীয় নোটিস পাঠাল ED

শেখ শাহজাহানকে তৃতীয় নোটিস পাঠাল ED...২৯ ফেব্রুয়ারি, তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই আগাম জামিন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন শেখ শাহজাহান। বারাসাত আদালতে করা তাঁর জামিনের মামলায় এবার ED-কে পক্ষ করা হল।

WB News LIVE Updates: সরকারি অফিসারদের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য়মন্ত্রী

সরকারি অফিসারদের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য়মন্ত্রী। নবান্ন সূত্রে দাবি, বৃহস্পতিবার এক বৈঠকে তিনি বলেন, কিছু অফিসারের অসহযোগিতার জন্য সরকারের মুখ পুড়বে কেন? 

West Bengal News LIVE Updates: লোকসভা ভোটের আগে সন্দেশখালির দিকে বিশেষ নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের

এখনও উত্তপ্ত সন্দেশখালি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে সন্দেশখালির দিকে বিশেষ নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, সন্দেশখালি নিয়ে প্রতিদিন রিপোর্ট চাইছে জাতীয় নির্বাচন কমিশন।

WB News LIVE Updates: আধার কার্ড বাতিল নিয়ে আতঙ্ক কাটাতে বাড়ি বাড়ি প্রচার তৃণমূলের, আতঙ্কিত না হওয়ার বার্তা জেলা সভাপতির

আধার কার্ড বাতিলের চিঠি আসাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। এই আতঙ্ক কাটাতে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে আস্বস্ত করছে তৃণমূল নেতৃত্ব। এদিন উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের চিকনপাড়া এলাকায় যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে সেই সমস্ত মানুষের বাড়িতে যান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  সাধারণ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তারা। এবং বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন আছেন তাদের কেউ তাড়াতে পারনে না। ফলে আতঙ্কিত হবেন না। পাশাপাশি এই এলাকায় আধার কার্ড বাতিলের চিঠি আসা মানুষদের নিয়ে বৈঠক করেন।

West Bengal News LIVE Updates: দিনহাটাতেও 'পিঠে আবদার'?

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পিঠে বানাতে বলার অভিযোগ এক বিজেপি মহিলা কর্মীর। রাজি না হওয়ায় তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী। অভিযোগ অস্বীকার করেছেন উয়দন গুহ এবং তৃণমূল ব্লক সভাপতি বিশু ধর।  

WB News LIVE Updates: বিজেপির রাজ্য সভাপতিকে আটক এবং পরে জামিন

সন্দেশখালি থানার সামনে থেকে সুকান্ত মজুমদারের ধর্না ঘিরে তুলকালাম। ১৪৪ দেখিয়ে জোর করে বিজেপির রাজ্য সভাপতিকে তুলে নিয়ে গেল পুলিশ। গ্রেফতার করে পরে জামিন। ধামাখালিতে এনে মুক্তি দেওয়া হল বিজেপির রাজ্য সভাপতিকে।

West Bengal News LIVE Updates:পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কা, গুরুতর জখম তিন পরীক্ষার্থী

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হল উচ্চ মাধ্যমিকের তিন পরীক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তিন পরীক্ষার্থীকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

WB News LIVE Updates: সন্দেশখালি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৬ মার্চ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী

সন্দেশখালি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৬ মার্চ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী।  নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা: সুকান্ত মজুমদার। পদে পদে বাধা, ৯দিনের মাথায় ফের সন্দেশখালি অভিযানে সুকান্ত । বাঘের ঘরে ক্ষোভের বাসা, বিচার চেয়ে ফুঁসছে সন্দেশখালি

West Bengal News LIVE Updates: সন্দেশখালির কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা

সন্দেশখালির কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা। সন্দেশখালির ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯টি জায়গায় ১৪৪ ধারা জারি। নতুন করে সন্দেশখালির কিছু অংশে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন

WB News LIVE Updates: 'সংবাদমাধ্যমের উপর আক্রমণ যেন ভবিষ্য়তে না হয়, সেটা নিশ্চিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়'

'সন্দেশখালির সন্দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়। সন্দেশখালিতে যে ভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে, তা নিন্দনীয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা সরকারের দায়িত্ব। সংবাদমাধ্যমের উপর আক্রমণ যেন ভবিষ্য়তে না হয়, সেটা নিশ্চিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়', মন্তব্য কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের। 

West Bengal News LIVE Updates: কুণাল ঘোষের বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ বিজেপির

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। কুণাল ঘোষের বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ বিজেপির। এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে অগ্নিমিত্রাকে 'বেহায়া-নির্লজ্জ' বলে আক্রমণ কুণালের।বিজেপি বিধায়ককে কুরুচিকর আক্রমণের অভিযোগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় বিজেপি। 

WB News LIVE Updates: অবশেষে সন্দেশখালিতে সুকান্ত মজুমদার

৯ দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে সুকান্ত মজুমদার। ধামাখালি থেকে নৌকায় সন্দেশখালিতে বিজেপির রাজ্য সভাপতি। বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়ি যাচ্ছেন সুকান্ত মজুমদার। 'সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যে অন্যায় হয়েছে, একজন বাঙালি হিসেবে আমি ক্ষমাপ্রার্থী', সন্দেশখালির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস সুকান্ত মজুমদারের। শেখ শাহজাহান বাহিনীর সবাইকে গ্রেফতারের দাবি বিজেপির রাজ্য সভাপতির। 

West Bengal News LIVE Updates: সন্দেশখালিকাণ্ড নিয়ে তোপ কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের

'সন্দেশখালির সন্দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়। সন্দেশখালিতে যে ভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে, তা নিন্দনীয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা সরকারের দায়িত্ব।সংবাদমাধ্যমের উপর আক্রমণ যেন ভবিষ্য়তে না হয়, সেটা নিশ্চিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়', মন্তব্য কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের। 

WB News LIVE Updates: প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু

প্রার্থীর নাম ছাড়াই পাণ্ডবেশ্বরে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি কর্মীরা । বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দেওয়াল লিখন এর কাজ । এদিন বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ এলাকায় দেওয়াল লিখন করতে দেখা যায় স্থানীয় বিজেপি কর্মীদের । দেওয়াল জুড়ে আঁকা হয় বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল । সেই সাথে লিখনের মাধ্যমে আবেদন করা হয় বিজেপি প্রার্থীকে ভোট দানের জন্য । বিজেপি কর্মী পিন্টু বাড়ুই বলেন দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি ঠিকই কিন্তু ভোটেরও আর বেশি দিন বাকি নেই । তাই প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু করা হল। 

West Bengal News LIVE Updates: বাঁকুড়ার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ

বাঁকুড়ার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ , গুরুতর আহত দুজনকে নিজের গাড়িতে তুলে সটান বাঁকুড়া মেডিক্যালে হাজির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 

WB News LIVE Updates: ধামাখালিতে শুভেন্দুদের খালিস্তানি বলে আক্রমণ, এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায় একাংশ

ধামাখালিতে শুভেনদুদের সঙ্গে বচসার সময় আইপিএসকে খালিস্তানি বলে আক্রমণ। উপযুক্ত ব্যবস্থার দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায় একাংশ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ৭টি গুরুদ্বারের প্রতিনিধিদের। 'বাংলা আপনাদের পাশে, গোটা দেশ আপনাদের পাশে। আমরা এমনকিছু করব না, যাতে কারও ভাবাবেগে আঘাত লাগে', আশ্বাস রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

West Bengal News LIVE Updates: ভিনরাজ্যে খুন হলেন মালদার পরিযায়ী শ্রমিক

ভাত খাওয়া নিয়ে বচসার জেরে সহকর্মীর হাতে খুন হলেন বছর ৩৭ এর বিমল হালদার। বাঁশের ঘা মেরে খুন করার অভিযোগ উঠছে সহকর্মীর বিরুদ্ধে। 

Sandeshkhali News LIVE Updates: পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন

DG সন্দেশখালি ছাড়ার পরেই এবার পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন। ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ লেখা দেওয়ালে পড়ল চুনকামের প্রলেপ। উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট পুলিশ জেলার এসপি। মাঠ ফিরিয়ে ফুটবল খেললেন বিধায়ক, হল বৃক্ষরোপণও।

Howrah Station Gold Recovery: হাওড়া স্টেশনে ১ কোটি ৩৭ লক্ষের সোনার গয়না উদ্ধার

হাওড়া স্টেশনে আরপিএফ এবং জিআরপি-র যৌথ অভিযানে উদ্ধার প্রচুর সোনা। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা নাগাদ এক সন্দেহভাজন ব্যক্তিকে ৯ নম্বর প্লাটফর্মে কালো ব্যাগ নিয়ে ঘোরা ফেরা করতে দেখেন আরপিএফ জওয়ানরা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় বিপুল পরিমাণে সোনার গয়না। 

WB News Live Updates: সন্দেশখালিতে জাতীয় এসটি কমিশন, আর্জি শুনুন, মালঞ্চ এলাকায় গাড়ি আটকে আবেদন স্থানীয়দের

সন্দেশখালিতে জাতীয় এসটি কমিশন। আর্জি শুনুন, মালঞ্চ এলাকায় গাড়ি আটকে আবেদন স্থানীয়দের। সেই সময়ের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।

Sandeshkhali Situation Live Updates: তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ সন্দেশখালির মহিলাদের

শুধু অত্যাচার, জমি দখল নয়, সন্দেশখালির বাসিন্দাদের এবার মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ মহিলাদের।

Sandeshkhali Situation: সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা, আগুন লাগিয়ে দেওয়া হল ভেড়ির পাশের আলা ঘরে

সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। এবার শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ। আগুন লাগিয়ে দেওয়া হল ভেড়ির পাশের আলা ঘরে। 

Sandeshkhali Case: গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন মঞ্জুর হাইকোর্টের

গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন মঞ্জুর হাইকোর্টের। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বতী স্থগিতাদেশ। 
'পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে', শুনানিতে সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির। "সম্ভ্রমহানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য", সওয়াল জেঠমালানির। "এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক এবং মোটিভেটেড মনে হচ্ছে", মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর। 

Sandeshkhali Situation: সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ

সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা, আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। এতদিন কোথায় ছিল পুলিশ, প্রশ্ন স্থানীয়দের।

WB Live News Updates: 'খেলা হবে' স্লোগান তুলে মাঠে ফুটবল খেললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

'খেলা হবে' স্লোগান তুলে মাঠে ফুটবল খেললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। নির্বাচনের আগে নিজের নির্বাচনী ক্ষেত্রে ২০০০ ফুটবল দলকে নিয়ে ফুটবল খেলার আয়োজন। 'শক্ত মাটিতে ফুটবল খেলতে গেলে পা ভাঙবে মন্ত্রীর,' কটাক্ষ তৃণমূলের। 

Sukanta Majumdar: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে সন্দেশখালি অস্ত্রে শান বিজেপির, নির্যাতিতাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা! জানালেন সুকান্ত

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে সন্দেশখালি অস্ত্রে শান বিজেপির। ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানালেন সুকান্ত মজুমদার।
'বারাসাতে সভা করার কথা প্রধানমন্ত্রীর। সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা', জানালেন বিজেপির রাজ্য সভাপতি। 

Sandeshkhali Situation Live Updates: পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন

DG সন্দেশখালি ছাড়ার পরেই এবার পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন। ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ লেখা দেওয়ালে পড়ল চুনকামের প্রলেপ। উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট পুলিশ জেলার এসপি। মাঠ ফিরিয়ে ফুটবল খেললেন বিধায়ক, হল বৃক্ষরোপণও।


 

Sheikh Shahjahan: পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু

DG সন্দেশখালি ছাড়ার পরেই এবার পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ লেখা দেওয়ালে পড়ল চুনকামের প্রলেপ। 


 

HS Paper Leak: টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ​উচ্চমাধ্যমিক পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগ

টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ​উচ্চমাধ্যমিক পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যর। 
মূল অভিযুক্ত রূপম সাধুখাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সংসদের অভিযোগ, কিউআর কোডের মাধ্যমে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে কিউআর কোড থেকে নদিয়ার হবিবপুরের এক তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তরুণীর দাবি , তাঁর বন্ধু রূপম সাধুখাঁ এটিএম কার্ড কেড়ে নিয়ে ওই অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনি লেনদেন করেছেন। 

Kolkata Live News Updates: কল সেন্টার প্রতারণা মামলায় বাজেয়াপ্ত ৪০ লক্ষ টাকা

ফের কলকাতা শহরে নগদ টাকা উদ্ধার। ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি। কল সেন্টার প্রতারণা মামলায় বাজেয়াপ্ত নগদ। পার্ক সার্কাস থেকে ২০ লক্ষ, এয়ারপোর্ট এলাকা থেকে ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত। সল্টলেক থেকে ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত, খবর সূত্রের।
তদন্ত চলাকালীনও চলছিল প্রতারণা চক্র, দাবি ইডি-র।

Sandeshkhali Situation Live News: সন্দেশখালিতে জাতীয় ST কমিশন, কথা চলছে গ্রামবাসীদের সঙ্গে

সন্দেশখালিতে জাতীয় ST কমিশন। কথা চলছে গ্রামবাসীদের সঙ্গে। গতকাল জাতীয় তফশিলি উপজাতি কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে মুখ্যসচিব ও রাজ্য় পুলিশের ডিজি-কে।

Kolkata News Live Updates: ২০০০ টাকার নোট বদল নিয়ে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ, রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুলকালাম

২ হাজার টাকার নোট বদল করতে লাইন দেওয়া নিয়ে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ। সংঘর্ষের জেরে রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুলকালাম। তৃণমূলের অভিযোগ, নোট বদলের লাইন থেকে তোলা আদায় করছিলেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা। প্রতিবাদ করায় কাউন্সিলরের অনুগামীরা তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ।  দু’পক্ষের মধ্য়ে গন্ডগোলের জেরে বন্ধ করে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের মূল গেট।

WB Weather Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

মেঘের পরে মেঘ জমেছে, আধাঁর করে আসে...ভরা বসন্তে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪-৫টি জেলায় শিলাবৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি--উত্তরবঙ্গের এই ৫ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 


 

Kolkata News Live Updates: সন্দেশখালিতে IPS অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদ, বিজেপি অফিসের সামনে এখনও চলছে বিক্ষোভ

সন্দেশখালিতে IPS অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদে মুরলীধর সেন লেনে বিজেপি অফিসের সামনে শিখ সম্প্রদায়ের অবস্থান-বিক্ষোভ এখনও চলছে। শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে নালিশ জানাতে আজ রাজ্যপালের কাছে যাবে শিখদের প্রতিনিধিদল। IPS অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এদিন সিদ্ধান্ত নেবেন বিক্ষোভকারীরা। 


 

SLST Agitation: বৈঠকে মিলল না সমাধান সূত্র, মুখে কালি লেপে প্রতিবাদ জানালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা

আন্দোলনের ১ হাজার ৭৪তম দিনেও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলল না সমাধান সূত্র। আর এরই প্রতিবাদে মুখে কালি লেপে প্রতিবাদ জানালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। নিয়োগ কেন আটকে তা নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে এসএসসি-ও। 

Sandeshkhali Live News: যারা আইন ভেঙেছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ধামাখালিতে বললেন ডিজি

'ফোর্স-অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। জমি বা অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেব। যারা আইন ভেঙেছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব', ধামাখালিতে আশ্বাস ডিজি রাজীব কুমারের। 

Kunal Ghosh: 'যুক্তি-তক্কো'র লাইভ সম্প্রচারে অগ্নিমিত্রাকে আক্রমণে কুণাল, পাল্টা আক্রমণে বিজেপি

'যুক্তি-তক্কো'র লাইভ সম্প্রচারে অগ্নিমিত্রাকে আক্রমণে কুণাল, পাল্টা আক্রমণে বিজেপি। নির্লজ্জ, বেহায়া বলে অগ্নিমিত্রাকে আক্রমণ, কুণালের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপি। মহিলাদের অসম্মানের অভিযোগে বিজেপির একের পর এক আক্রমণ। 

Sandeshkhali Live Updates: বৃহস্পতিবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় ST কমিশন

বৃহস্পতিবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় ST কমিশন। তার আগে কমিশনের তরফে নোটিস পাঠানো হল, মুখ্য়সচিব ও ডিজিপিকে। ৩ দিনের মধ্যে জবাব না মিললে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কমিশন। 

Sandeshkhali Situation Live Updates: ৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান, সন্দেশখালিতে ডিজি রাজীব কুমার

৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান, ফেরার তৃণমূল নেতার বাহিনীর বিরুদ্ধে নালিশের পাহাড়। এই পরিস্থিতিতে গতকাল দুপুর থেকে সন্দেশখালিতে অ্যাকশনে নামলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাত কাটালেন সন্দেশখালি জেটি লাগোয়া পিডব্লুডি-র গেস্ট হাউসে।

প্রেক্ষাপট

১। কার্যত খারিজ শাসকের সাজানো ঘটনার তত্ত্ব। সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগে দ্বিতীয় এফআইআর পুলিশের। শিবু, ফার্মের ম্যানেজার-সহ ৩ জন অভিযুক্ত।


২। শিবু হাজরার পোলট্রি ফার্ম, পার্টি অফিসে অত্যাচারের নারকীয় অভিযোগ। মুখ খুলছে সন্দেশখালি। মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল প্রশাসন, দাবি নির্যাতিতার। 


৩। সাজানো ঘটনা বলে যুক্তি-তক্কোর লাইভ সম্প্রচারে কুণালের আক্রমণ। প্রতিবাদে ফুঁসছে সন্দেশখালি। কলকাতাতেই বিক্ষোভ। 


৪। যুক্তি-তক্কোর লাইভ সম্প্রচারে অগ্নিমিত্রা নিয়ে বেলাগাম কুণাল। পথে নামল বিজেপি। তৃণমূলের পাল্টা বিক্ষোভে সুকিয়া স্ট্রিটে তুলকালাম। 


৫। যুক্তি-তক্কোয় মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদে বিজেপি। পাল্টা জবাব কুণালের, "বেহায়া বলেছি....নারী হিসেবে নয়...গলা ফাটালে কী চুপ থাকব?"


৬। সরব সন্দেশখালি, চাপ বাড়াচ্ছে বিরোধীরাও। সীমাহীন অত্যাচার, মূল্য চোকাতে হবে বলে হুঙ্কার রবিশঙ্করের। বিজেপি শাসিত রাজ্যে কী হয়? পাল্টা তৃণমূল। 


৭। নেতাদের দৌরাত্ম্যের বিরুদ্ধে দলেই ক্ষোভের বিস্ফোরণ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের সামনে ক্ষোভ উগরে দিলেন দলেরই বুথ সম্পাদক। 


৮। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নালিশের পাহাড়। কী পদক্ষেপ পুলিশের? সন্দেশখালি গিয়ে একের পর এক দ্বীপ ঘুরে দেখলেন ডিজিপি। ছিলেন রাতেও। 


৯। আজ সন্দেশখালি যাচ্ছে জাতীয় এসটি কমিশন। চাপ বাড়িয়ে মুখ্যসচিব, ডিজিপিকে চিঠি। কী পদক্ষেপ? ৩দিনের মধ্যে জবাব না দিলে পদক্ষেপের হুঁশিয়ারি। 


১০। সন্ত্রস্ত সন্দেশখালিতে এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশন। অভিযোগের পাহাড় নিয়ে কী পদক্ষেপ? ৪ সপ্তাহের মধ্যে মুখ্যসচিব-ডিজিপির জবাব তলব। 


১১। ধামাখালিতে শুভেনদুদের সঙ্গে বচসার সময় আইপিএসকে খালিস্তানি বলে আক্রমণ। প্রতিবাদে বিজেপি দফতর অভিযান শিখ ধর্মাবলম্বীদের।


১২। পুরসভার বাজেট অধিবেশনে বিতর্কিত মন্তব্য। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ। হাজরায় বিক্ষোভ বিজেপির। 


১৩। গরুপাচার মামলায় দিল্লির অফিসে ডেকে দেবকে ইডির ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ।বেরোলেন ৮ ঘণ্টা পরে।


১৪। "আর কতদিন প্রতারণা হবে আমাদের সঙ্গে?" নিষ্ফলা এসএসসির সঙ্গে বৈঠক। বেরিয়েই মুখে কালি মেখে প্রতিবাদে এসএলএসটি চাকরিপ্রার্থীদের।  


১৫। ভোটের আগেই অশান্ত বাংলা। দিন ঘোষণার আগেই ভোটারদের আস্থা অর্জনে আসছে কেন্দ্রীয় বাহিনী। ৯২০ কোম্পানি চেয়ে কেন্দ্রকে চিঠি কমিশনের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.