West Bengal News Live: প্রবীণদের জন্য সুখবর, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ

WB News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 01 Feb 2025 11:52 PM
WB News Live: নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন, সরিয়ে দেওয়া হল ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে

নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন! সামনে এল হাড়হিম করা CCTV ফুটেজ।  ৮ জনের বিরুদ্ধে FIR দায়ের হলেও, এখনও  গ্রেফতারির সংখ্য়া শূন্য! মূল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালাল স্থানীয়রা। এরইমধ্য়ে সরিয়ে দেওয়া হল ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় এলেন অজয় ঠাকুর। 

West Bengal News Live: সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজে সরস্বতী পুজোতেও বেনজির সংঘাত। হাইকোর্টের হস্তক্ষেপ, সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজোর নির্দেশ। ঠিক কী হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজে? ব্রাত্যর রিপোর্ট তলব, খবর সূত্রের। কাল সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। 

WB News Live: কবে হবে রাস্তা? গ্রামবাসীদের প্রশ্নের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও কোচবিহারের তৃণমূল সাংসদ

কবে হবে রাস্তা? গ্রামবাসীদের প্রশ্নের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও কোচবিহারের তৃণমূল সাংসদ। দিনহাটার পুঁটিমারিতে ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে মন্ত্রী, সাংসদ। জমি পেলেই রাস্তা হবে, আশ্বাস উদয়ন গুহ ও জগদীশ বর্মা বসুনিয়ার। 

West Bengal News Live: অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগে ধৃতদের সঙ্গে 'যোগসূত্র', কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে জিজ্ঞাসাবাদ

অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগে ধৃতদের সঙ্গে 'যোগসূত্র'। শেক্সপিয়র সরণি থানায় হাজিরা বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে জিজ্ঞাসাবাদ। 

WB News Live: আর জি কর দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়ার প্রস্তুতি শুরু করল আদালত

আর জি কর দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়ার প্রস্তুতি শুরু করল আদালত। বৃহস্পতিবারের মধ্যেই আর জি কর দুর্নীতি মামলার চার্জ গঠন। বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন, তারপরেই শুরু বিচারপ্রক্রিয়া। কোনও আবেদন থাকলে, মঙ্গলবারের মধ্যে জানাতে হবে অভিযুক্তদের। বুধবার সেই আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন। আর জি কর-দুর্নীতি মামলায় জানিয়ে দিল সিবিআই বিশেষ আদালত। কোর্টের ভর্ৎসনার পরে অভিযুক্তদের সংশ্লিস্ট নথি হস্তান্তর সিবিআইয়ের। 

Budget 2025: বাজেটে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার, দাবি শুভেন্দুর

অন্নদাতা কৃষক, মহিলা, যুব সমাজ থেকে মধ্যবিত্ত, কাকে বঞ্চিত করেছে কেন্দ্র? বাজেটে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। দাবি শুভেন্দু অধিকারীর। 

Budget News: কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার

কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল ঊর্ধ্বসীমা। এর ফলে উপকৃত হবেন বলে মত প্রান্তিক কৃষকদের।  

Budget News: মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করল তৃণমূল

মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করল তৃণমূল। ফের বাজেটে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবসময় লড়াই করার মনোভাব নিয়ে চলা বাংলার সরকার প্রকল্প নিয়ে কী করবে? পাল্টা বক্তব্য সুকান্ত মজুমদারের। 

Budget 2025 Live Updates: 'বাজেটে বাংলার ভাঁড়ার শূন্য'

বাজেটে বাংলার ভাঁড়ার শূন্য। রাজ্যে ১২ জন বিজেপি সাংসদ, অথচ রাজ্য কেন বঞ্চিত? প্রশ্ন অভিষেকের।

India Budget 2025 Live Updates: প্রবীণদের জন্য সুখবর, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ

প্রবীণদের জন্য সুখবর, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ। ২ লক্ষ ৪০ হাজার বেড়ে TDS-এ ৬ লক্ষ পর্যন্ত ছাড়। TCS-র ছা়ড় ৭ লক্ষ থেকে বেড়ে হল ১০ লক্ষ।

India Budget 2025 Live Updates: আগামী বছরে মেডিক্যাল কলেজগুলিতে আরও ১০ হাজার আসন

আগামী বছরে মেডিক্যাল কলেজগুলিতে আরও ১০ হাজার আসন। IIT-তে সাড়ে ৬ হাজার আসন বাড়ানোর ঘোষণা 

India Budget 2025 Live Updates: আমদানি শুল্কে ছাড়, দাম কমছে চামড়াজাত দ্রব্যের, ফ্রোজেন ফিশ, মৎসজাত দ্রব্যের

আমদানি শুল্কে ছাড়, দাম কমছে চামড়াজাত দ্রব্যের। ফ্রোজেন ফিশ, মৎসজাত দ্রব্যের। বাজেট পেশ করে জানালেন অর্থমন্ত্রী। 

India Budget 2025 Live Updates: আমদানি শুল্কে ছাড়, দাম কমছে চামড়াজাত দ্রব্যের, ফ্রোজেন ফিশ, মৎসজাত দ্রব্যের

আমদানি শুল্কে ছাড়, দাম কমছে চামড়াজাত দ্রব্যের। ফ্রোজেন ফিশ, মৎসজাত দ্রব্যের। বাজেট পেশ করে জানালেন অর্থমন্ত্রী। 

Union Budget 2025 Live Update : দাম কমছে টিভি, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারির

দাম কমছে টিভি, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারির। সস্তা হবে চামড়াজাত দ্রব্য, ফ্রোজেন ফিশ।

India Budget 2025 Live Updates: তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য কল্পতরু অর্থমন্ত্রী, আয়করে বিশাল ঘোষণা

তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য কল্পতরু অর্থমন্ত্রী। নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার। বছরে ২৪ লক্ষের বেশি আয়ে ৩০% কর।

Union Budget 2025 Live Update : কত আয়ে, কত সাশ্রয় ? আয়কর-ঘোষণায় চওড়া মধ্যবিত্তের মুখের হাসি

বছরে ১৮ লক্ষ পর্যন্ত আয়ে ৭০ হাজার টাকা সাশ্রয় । বছরে ২৫ লক্ষ পর্যন্ত আয়ে ১ লক্ষ ১০ হাজার টাকার সাশ্রয় 

India Budget 2025 Live Updates: তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড়, আয়কর নিয়ে বড় ঘোষণা

নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত । ১২ লক্ষ পর্যন্ত আয় কর-শূন্য । তৃতীয় মোদি সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড়। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার । বছরে ২৪ লক্ষের বেশি আয়ে ৩০% কর। বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় ।

Union Budget 2025 Live Update : নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত

নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত  । ১২ লক্ষ পর্যন্ত আয় কর-শূন্য

India Budget 2025 Live Updates: 'ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৫ কোটি থেকে বেড়ে ১০ কোটি পর্যন্ত ঋণ'

'কৃষিতে ধন-ধান্য প্রকল্পে উপকৃত হবে ১০০টি জেলা' । 'ডেয়ারি এবং ফিশারি প্রকল্পের জন্য ৫ লক্ষ পর্যন্ত ঋণ'। 'ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৫ কোটি থেকে বেড়ে ১০ কোটি পর্যন্ত ঋণ'। 'প্রথমবার শিল্পোদ্যোগী ৫ লক্ষ SC-STকে ২ কোটি পর্যন্ত ঋণ' । ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Union Budget 2025 Live Update : 'করব্যবস্থা, শক্তি মন্ত্রক, নগরোন্নয়ন, কৃষিক্ষেত্রের মতো ৬টি ক্ষেত্রে সংস্কার' : নির্মলা সীতারমণ

'ভারতীয় অর্থনীতি বিশ্বের মধ্যে দ্রুততম অর্থনীতি'। 'আমাদের লক্ষ্য সব কা বিকাশ'। 'গ্রামীণ অর্থনীতি ও উৎপাদন শিল্পের দিকে একযোগে নজর দেওয়া হবে'। 'করব্যবস্থা, শক্তি মন্ত্রক, নগরোন্নয়ন, কৃষিক্ষেত্রের মতো ৬টি ক্ষেত্রে সংস্কার'। সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
''

India Budget 2025 Live Updates: কোনও বিদেশি ইন্ধন নেই, বাজেট পেশের আগের দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর

১০ বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে, যেখানে কোনও বিদেশি ইন্ধন নেই। বাজেট পেশের আগের দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। কাদের দিকে ইঙ্গিত মোদির? জল্পনা তুঙ্গে। অন্যদিকে, রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার মন্তব্য়ে শুরু হয়েছে বিতর্ক। কড়া নিন্দা করেছে রাষ্ট্রপতি ভবন।

Union Budget 2025 Live Update : ছাড় মিলবে আয়করে ? শিক্ষা-স্বাস্থ্যে বাড়বে বরাদ্দ ? কতটা পূরণ হবে জনতার প্রত্যাশা ?

আজ সংসদে বাজেট পেশ। ছাড় মিলবে আয়করে? শিক্ষা-স্বাস্থ্যে বাড়বে বরাদ্দ? কতটা পূরণ হবে জনতার প্রত্যাশা?

Kolkata News Live Update: সাতসকালে কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

সাতসকালে কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল ৮টা নাগাদ প্যারিস বার-কাম-রেস্তোরাঁয় আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আশেপাশে অনেক অফিস ও রেস্তোরাঁ রয়েছে। আতঙ্কিত স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

West Bengal Politics News Live Update: কুম্ভ মেলায় পদপিষ্টকাণ্ডে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল এ রাজ্যের পুলিশ

কুম্ভ মেলায় পদপিষ্টকাণ্ডে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল এ রাজ্যের পুলিশ। বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের মৃত্যুর ঘটনায় গলফ গ্রিন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অটোপ্সি বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রৌঢ়ার পাঁজরের একাধিক হাড় ভাঙা এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। রিপোর্টেই স্পষ্ট, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বিজয়গড়ের প্রৌঢ়া বাসন্তী পোদ্দারের।

India Budget 2025 Live Updates: আয়কর ফাঁকির প্রবণতা কমাতে কী পদক্ষেপ ? কমবে কি জিনিসপত্রের দাম ? আজ তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট

আজ তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট । টানা আটবার বাজেট পেশ নির্মলা সীতারমণের। নজর আয়করে ছাড় বাড়বে কি না, সেদিকে। আয়কর ফাঁকির প্রবণতা কমাতে কী পদক্ষেপ ? কমবে কি জিনিসপত্রের দাম ? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নেওয়া হবে কোনও পদক্ষেপ ? শুল্ক কমিয়ে জীবনদায়ী ওষুধ সস্তা করা হবে ? রাজ্য়ের প্রকল্পে বরাদ্দ বাড়বে ? জীবনবিমা ও চিকিৎসা বিমায় জিএসটি কমবে? 

West Bengal Politics News Live Update: মালদার কালিয়াচকের পর এবার উত্তর ২৪ পরগনার নৈহাটি, ফের খুন এক তৃণমূল কর্মী !

মালদার কালিয়াচকের পর এবার উত্তর ২৪ পরগনার নৈহাটি। ফের খুন এক তৃণমূল কর্মী! অর্জুন সিংহর নির্দেশে হত্যা, অভিযোগ তৃণমূলের। অভিযোগ উড়িয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত করেছেন অর্জুন। তৃণমূলের বিধায়ক থেকে সাংসদ গুলি চালানোর অভিযোগ তুললেও পুলিশের দাবি গুলি চলেনি।  

Union Budget 2025 Live Update : আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে ? কমবে জিনিসপত্রের দাম ? অপেক্ষায় এ রাজ্যের সাধারণ মানুষও

১০ বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে, যেখানে কোনও বিদেশি ইন্ধন নেই। বাজেট পেশের আগের দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। কাদের দিকে ইঙ্গিত মোদির? জল্পনা তুঙ্গে। অন্যদিকে, রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার মন্তব্য়ে শুরু হয়েছে বিতর্ক। কড়া নিন্দা করেছে রাষ্ট্রপতি ভবন।

প্রেক্ষাপট

বাঁকড়ায় কারখানার ভিতরে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় গুরুতর আঘাত। ১০ দিন আগে কাজে যোগ দিয়ে কেন খুন, ১ সহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর দিন দশেক আগে বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলে ঝাড়খণ্ডের জারজিস আনসারি। মৃত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। এর আগে ওই কারখানায় মাসখানেক আগে একজন কাজে যোগ দেন। একটি বহুতল বাড়ির নিচের তলায় ওই কারখানা। আজ ভোর রাতে স্থানীয় এক বাসিন্দা ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। গোটা শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মাটির নিচে পড়ে থাকা দেহ রক্তে ভেসে যাচ্ছে। মাথায় গুরুতর আঘাত ছিল। পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন তাঁর সহকর্মী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ ফাঁড়ি এবং ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাফ।


অস্ত্রোপচারেও হল না শেষ রক্ষা। ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে। NRS হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ রফিয়া শাকিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে। 


মহাকুম্ভে পদপিষ্ট (Maha Kumbh Stampede) হওয়ার ঘটনায়, এবার উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথের ইস্তফার দাবি উঠল। দাবিটা তুললেন, খোদ জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তাঁর অভিযোগ, কুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। শঙ্করাচার্যের দাবি, কুম্ভ পর্ব চলতে চলতেই ইস্তফা দেওয়া উচিত যোগী আদিত্যনাথের। তিনি এই পদের যোগ্য নন তিনি। বিরোধীরাও যোগী আদিত্য়নাথের পদত্য়াগের দাবিতে সরব হয়েছে। পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.